
সেনার গাড়ি খাদে পড়ে মৃত্যু হল ১০ জওয়ানদের। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের ডোডায়। সেনাবাহিনীর গাড়ি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়রা এবং উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে। বৃহস্পতিবার ১৭ জন জওয়ানকে নিয়ে একটি সেনাবাহিনীর গাড়ি একটি উঁচু পোস্টে যাচ্ছিল, ঠিক তখনই বুলেটপ্রুফ গাড়িটি ডোডায় ভাদেরওয়া-চাম্বা রাজ্য সড়কের খানি টপের কাছে রাস্তা থেকে ছিটকে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।
স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনার খবর পেয়ে সেনা ও পুলিশের দল উদ্ধার অভিযান শুরু করে। ১০ জওয়ানয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। তিনজনকে উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং আহতদের সবচেয়ে ভাল চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। প্রাণ হারানো জওয়ানদের পরিবারকে দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘ ডোডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত, যেখানে আমরা ভারতীয় সেনাবাহিনীর আমাদের ১০ জন সাহসী সেনাকে হারিয়েছি। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল নির্দেশ দেওয়া হয়েছে। এই কঠিন সময়ে দেশ আমাদের সশস্ত্র বাহিনী এবং তাঁদের পরিবারের পাশে আছে।’