Pune: খেলার সময় শরীরের বিশেষ অঙ্গে লাগল ক্রিকেট বল, পুণেয় মৃত কিশোর

Published : May 06, 2024, 06:59 PM ISTUpdated : May 06, 2024, 08:43 PM IST
Tennis Ball Cricket

সংক্ষিপ্ত

গ্রীষ্মের ছুটিতে সারা দেশেই কিশোর, তরুণরা খেলে বেড়ায়। কিন্তু খেলতে গিয়ে অনেক সময়ই বিপদ আসে। পুণের এক কিশোরের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে।

সারা দেশে এই দৃশ্য দেখা যায়। পাড়ায় বন্ধুরা ক্রিকেট খেলে। স্কুলে গরমের ছুটি থাকলে তো কথাই নেই। তখন সকালে-বিকেলে চলে খেলা। মহারাষ্ট্রের পুণের কিশোর শম্ভু কালীদাস খাণ্ডভে ওরফে শৌর্যও পাড়ার বন্ধুদের সঙ্গে খেলছিল। কিন্তু ক্রিকেট খেলার ফাঁকেই তার শরীরের বিশেষ অঙ্গে বল লেগে মৃত্যু হল। এই কিশোরের বয়স মাত্র ১১ বছর। আচমকা তার এই মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পরিবার, বন্ধুরা। পুণের লোহেগাঁও অঞ্চলে এই ঘটনা ঘটেছে। পাড়ায় এই ধরনের খেলার সময় সাধারণত কেউই অ্যাবডোমেন গার্ড পরে না। শম্ভুও অ্যাবডোমেন গার্ড পরেনি। জীবন দিয়ে এর খেসারত দিতে হল তাকে।

খেলার সময় আচমকা ধেয়ে এল মৃত্যু

মৃত কিশোরের পরিবার সূত্রে জানা গিয়েছে, স্কুলে গরমের ছুটি থাকায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল সে। বোলিং করছিল সে। ব্যাটারের জোরালো শট তার শরীরের বিশেষ অঙ্গে সজোরে আঘাত করে। এই আঘাত সহ্য করতে না পেরে মাটিতে পড়ে যায় এই কিশোর। যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। এই ঘটনা দেখে ভয় পেয়ে যায় তার বন্ধুরা। তারা ছুটে গিয়ে শম্ভুকে সাহায্য করতে চায়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সংজ্ঞাহীন হয়ে পড়ে শম্ভু। ছুটে যান স্থানীয় লোকজন। এই কিশোরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার জীবন রক্ষা করতে পারেননি চিকিৎসকরা। হাসপাতালে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে মৃত ঘোষণা করা হয়।

কিশোরের মৃত্যুর তদন্ত শুরু

শম্ভুর মৃত্যুর ঘটনায় পুণের বিমানবন্দর থানায় দুর্ঘটনায় মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খেলার সময় সেখানে যারা ছিল, তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনাবশতই মৃত্যু হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Canada: গাড়ির পিছনে তাড়া পুলিশের, কানাডায় মৃত্যু ভারতীয় দম্পতি, ৩ মাসের শিশুর

জন্মদিনের কেকে কামড় দেওয়ার আগে সাবধান! সিন্থেটিক সুগার থেকে মৃত্যু কিশোরীর

একটানা এসিতে থাকলে মৃত্যু পর্যন্ত হতে পারে হাঁপানি রোগীদের! খুব সতর্ক থাকুন

PREV
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট