12 Cheetahs: ফের ভারতে এল আরও ১২ চিতা, আপাতত তাদের ঠিকানা কুনো জাতীয় অভয়ারণ্যের 'কোয়ারেন্টাইন খাঁচা'

সংক্ষিপ্ত

ভারতে চিতা প্রত্যাবর্তনে নেওয়া হয়েছে এক প্রকল্প। আর এরই আওতায় এর আগে ভারতে আনা হয়েছে ৮টি চিতাকে। এবার এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আগমন ঘটল আরও ১২ চিতার।

সকাল ১০টা। গোয়ালিয়রে বায়ুসেনার ঘাঁটিতে এসে অবতরণ করে ১২ চিতাকে নিয়ে এক বিশেষ বিমান। এরপর বিমান থেকে খাঁচায় ভর্তি চিতাগুলোকে সরানো হয় একটি হেলিকপ্টারে। আর সেই হেলিকপ্টারে করেই এই ১২ চিতাকে নিয়ে যাওয়া হয় মধ্যপ্রদেশের কুনো জাতীয় অভয়ারণ্যে। যেখানে ১২ চিতাকে অভর্থ্যনার জন্য ততক্ষণে উপস্থিত মুখ্যমন্ত্রী শিবরাজ পাটিল।

এবারের এই ১২ চিতাকে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছে। এই দলটির মধ্যে ৭টি পুরুষ এবং ৫টি মহিলা চিতা রয়েছে। আপাতত এরা সকলেই কোয়ারেন্টাইন খাঁচা-তেই থাকবে। তারপর এদের শরীর-স্বাস্থ্য পর্যবেক্ষণ করে ধীরে ধীরে এদের জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। সম্প্রতি নাম্বিয়া থেকে ৮টি চিতা ভারতে আনা হয়। বলতে গেলে এটাই ছিল ভারতের চিতা প্রত্যাবর্তন প্রকল্পের প্রথম কনসাইনমেন্ট যার মাধ্যমে চিতাদের আনা হয়। এই ৮ চিতাকে জঙ্গলে কোয়ারেন্টাইন খাঁচায় ছাড়ার সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে প্রকল্পের আওতায় আরও চিতা আসবে।

Share this article
click me!

Latest Videos

‘হিন্দুরা রাম নবমীতে নিজেদের তাকত দেখিয়েছে! আর মমতার ৫০০ টাকায় বিক্রি হবে না1’ হুঙ্কার শুভেন্দুর
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাম পুজো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দেখুন কী বলছেন শিক্ষাবিদ মাসুম আখতার