পড়তে পারেন না-লিখতেও জানেন না, এবারের লোকসভা নির্বাচনে ১২১ জন প্রার্থী অশিক্ষিত!

নির্বাচন অধিকার বিষয়ক সংস্থা এডিআর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ হাজার ৩৩৭ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিশ্লেষণ করেছে। সেই তথ্য উঠে এসেছে বৃহস্পতিবার অর্থাৎ ২৩ মে। এনডিটিভি-এর এক প্রতিবেদনে জানা গিয়েছে সেই দারুণ তথ্য।

২৫শে মে ও ১লা জুন। এই দুই দফার ভোট বাকি আছে। লোকসভা নির্বাচনের প্রথম পাঁচ দফা কেটেছে মোটের ওপর শান্তিতেই। ভোটের ফল জানা যাবে ৪ঠা জুন। গত ১৯ এপ্রিল লোকসভার নির্বাচন শুরু হয়। সাত ধাপে হওয়া এ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে আগামী ১ জুন। ভোট গণনা হবে ৪ জুন। ভোট গণনা শেষে জানা যাবে কে হচ্ছেন ভারতের নতুন প্রধানমন্ত্রী। যদিও এখন পর্যন্ত যেসব সমীক্ষা চালানো হয়েছে সেগুলো থেকে স্পষ্ট ট্রেন্ড, যে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এরই মাঝে সামনে এসেছে চমকপ্রদ খবর।

নির্বাচন অধিকার বিষয়ক সংস্থা এডিআর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ হাজার ৩৩৭ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিশ্লেষণ করেছে। সেই তথ্য উঠে এসেছে বৃহস্পতিবার অর্থাৎ ২৩ মে। এনডিটিভি-এর এক প্রতিবেদনে জানা গিয়েছে সেই দারুণ তথ্য।

Latest Videos

নির্বাচনে অংশ নেওয়া ১ হাজার ৩০৩ জন প্রার্থী হলফ নামায় ঘোষণা করেছেন যে তারা কলেজের গণ্ডি পার হয়েছেন। আর ১ হাজার ৫০২ জন প্রার্থী জানিয়েছেন তারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এবারের লোকসভা নির্বাচনে এবার যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে ১৯৮ জনের ডক্টরেট ডিগ্রিও রয়েছে।

এর পাশাপাশি জানা গিয়েছে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ১২১ জন প্রার্থী পুরোপুরি অশিক্ষিত এবং ৩৫৯ জন প্রার্থী মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। এছাড়া ৬৪৭ জন প্রার্থী জানিয়েছেন, তারা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। নির্বাচন অধিকার বিষয়ক সংস্থা এডিআর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নির্বাচনে অংশ নেওয়া এসব প্রার্থীরা হলফনামায় তাদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করেছে বলে জানিয়েছে সংস্থাটি। সেখান থেকেি বেরিয়ে এসেছে ১২১ জন প্রার্থীর পুরোপুরি অশিক্ষিত থাকার ব্যাপারটি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury