Aadhaar: আর মাত্র ২ সপ্তাহ, তারপরেই বাতিল পুরনো আধার কার্ড! কী করবেন?

লোকসভা নির্বাচন মিটতেই আধার নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা প্রকাশ্যে এল। আধার আপডেট না করা থাকলে ইউআইডিএআই-এর এই ঘোষণার দিকে নজর রাখতেই হবে।

এক দশকেরও বেশি আগে আধার কার্ড করিয়েছেন? তারপর থেকে কি আর আধার আপডেট করাননি? আধারের সঙ্গে মোবাইল ফোন, ই-মেইল আইডি যুক্ত করেছেন? যদি না করে থাকেন, তাহলে এখনই আপডেট করিয়ে নিন। না হলে কিন্তু সমস্যা হবে। ১৪ জুনের পর পুরনো আধার কার্ড বাতিল হয়ে যাবে। ইউআইডিএআই-এর পক্ষ থেকে এমনই জানানো হয়েছে। এর আগে আধার আপডেটের শেষ তারিখ ছিল এ বছরের ১৪ মার্চ। আরও ৩ মাস বাড়িয়ে ১৪ জুন পর্যন্ত আধার আপডেটের জন্য সময় দেওয়া হয়েছে। এরপর আর সময় না-ও দেওয়া হতে পারে। ফলে আগামী সপ্তাহের মধ্যেই আধার আপডেট করিয়ে নিতে হবে।

কীভাবে আধার আপডেট করা যাচ্ছে?

Latest Videos

আধার আপডেট করার জন্য কোনও বিশেষ কেন্দ্রে যেতে হচ্ছে না। বাড়িতে বসে সহজেই আধার আপডেট করে নেওয়া যাচ্ছে। এখন প্রায় সবার হাতেই স্মার্টফোন আছে। এম আধার অ্যাপ ডাউনলোড করতে হবে। ইউআইডিএআই-এর ওয়েবসাইটের মাধ্যমেও আধার আপডেট করা যায়। আধার নম্বর দিলেই আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল ফোনে ওটিপি চলে আসবে। এরপর ডেমোগ্রাফিক ডিটেইলস দেখে নিতে হবে। সব তথ্য ঠিক থাকলে কিছু করতে হবে না। শেষ কবে আধারের তথ্য আপডেট করা হয়েছে, সেটাও এই অ্যাপের মাধ্যমেই দেখে নেওয়া যাবে। নাম-ঠিকানা ভুল থাকলে ৫০ টাকা দিয়ে আপডেট করতে হবে। সেক্ষেত্রে আধার কেন্দ্রে যেতে হবে। সব তথ্য ঠিক থাকলে কিছু করতে হবে না।

আধার আপডেট কেন জরুরি?

আধারের তথ্য ঠিক না থাকলে অন্য কোনও পরিচয়পত্র তৈরি করতে গেলে সমস্যায় পড়তে হতে পারে। এমনকী, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা বা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলেও আধারের সব তথ্য ঠিক থাকা জরুরি। এই কারণেই আধার আপডেট করে নিতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

UIDAI Recruitment 2024 আধার কার্ড সংক্রান্ত কাজে নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন ৪৭ হাজার টাকা থেকে শুরু

Aadhaar Card: কীভাবে বাতিল হওয়া থেকে আটকাতে পারবেন নিজের আধার কার্ড? জেনে নিন সবিস্তারে

Aadhaar Card: পুরনো আধার কার্ডগুলি কি বাতিল হয়ে গেছে? বড়সড় আপডেট দিল UIDAI

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি