গাছের তলায় বিশ্রাম নিতে গিয়ে একসঙ্গে মৃত্যু চার জনের! ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরপ্রদেশে

Published : Jun 02, 2024, 08:04 AM IST
Uttar pradesh

সংক্ষিপ্ত

গাছের তলায় বিশ্রাম নিতে গিয়ে একসঙ্গে মৃত্যু চার জনের! ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরপ্রদেশে

গাছের তলায় শুয়ে থাকতে গিয়ে ঘনিয়ে এল অকাল মৃত্যু। গাড়ির তলায় পিষে গিয়ে মৃত্যু হল ৬ জনের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুদাউনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার গরম থেকে বাঁচতে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন বেশ কয়েকজন। হঠাৎ সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে ধেয়ে আসে একটি ভ্যান। কিছু ঠাওর করার আগে গাড়ির তলায় চাপা পড়ে যান ওই ৬ জন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দৌড়ে আসেন স্থানীয়রা। কিন্তু ততক্ষণে প্রাণ হারিয়ে ফেলেন বেশ কয়েকজন।

নিয়ন্ত্রণ হারিয়েই গাড়িটি ধাক্কা মেরেছে বলে অনুমান পুলিশের। তবে ভ্যান চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না এখনও পর্যন্ত জানা যায়নি। গাড়ির তলায় পিষে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। বাকি ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরও পরিস্থিতি সংকটজনক বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বর্ষা রয়েছে পা বাড়িয়ে! তবে এই সপ্তাহেও কাটছে না গরম, কতটা অস্বস্তিতে ভুগবে দক্ষিনবঙ্গবাসী?

ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। শনিবার সারা রাত জুড়ে বিক্ষোভ দেখান মৃতদের পরিবার। ভ্যানচালকের বিরুদ্ধে ইতিমধ্যেই একটি মামলাও করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Bank Holiday: পর পর দু'সপ্তাহ টানা পাঁচ দিন করে ব্যাঙ্ক বন্ধ, কারণ জানাল RBI
PM Modi : কেন ভারতের তরুণদের ওপর এত ভরসা মোদীর? শুনুন প্রধানমন্ত্রীর নিজের মুখে