দেশে সুস্থতার হার ছাড়াল ৫৫ শতাংশের গণ্ডি, মারণ করোনাকে জয় করলেন ২ লক্ষ ৩৭ হাজারের বেশি

  • দেশে লাগাতার বেড়েই চলেছে করোনা সংক্রমণ
  • আক্রান্তের সংখ্যা এদিনও সাড়ে ১৪ হাজারের বেশি
  • মোট সংক্রমণ ৪ লক্ষ ২৫ হাজার ছাড়িয়ে গেল
  • করোনা সংক্রমণে এখনও এক নম্বরে মহারাষ্ট্র

রবিবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছিল প্রায় সাড়ে পোনেরো হাজারের ঘরে। যা দেশে দৈনিক আক্রান্তের সংখ্যায় এখনও পর্যন্ত রেকর্ড। তবে সোমবারের পরিস্থিতি তার তুলনায় কিছুটা ভাল হলেও এখনও যথেষ্ট উদ্বেগের। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ১৪,৮২১ জন। ফলে দেশে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৫ হাজার ২৮২।

 

Latest Videos

 

গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ৪৪৫ জনের। ফলে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩,৬৯৯ জনের। এর মধ্যেও অবশ্য রয়েছে ভাল খবর। দেশে সুস্থতার হার ৫৫ শতাংশের গণ্ডি পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত মারণ ভাইরাসকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৩৭ হাজার ১৯৬ জন। ফলে দেশে এখন সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭৪ হাজার ৩৮৭।

করোনা সংক্রমণে দেশের মধ্যে এখনও এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যটিতে সংক্রমণের শিকার হয়েছেন ৩,৮৭০ জন। যার ফলে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা হয়েছে ৬,১৭০। রবিবার দেশে করোনায় মৃত্যু হওয়া মোট সংখ্যার মধ্যে ৪৫ শতাংশ ছইল মহারাষ্ট্রের বাসিন্দা।

এদিকে মহারাষ্ট্রের মত দিল্লির অবস্থাও যথেষ্ট সঙ্গীন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার ৩ হাজারের বেশি। ফলে জাতীয় রাজধানীতে আক্রান্তের সংখ্যা এবার ৬০ হাজারের কাছিকাছি পৌঁছে গিয়েছে। তামিলনাড়ুতেও দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। দক্ষিণের রাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার আড়াই হাজারের বেশি। মোট আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়েছে। প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাতে সংক্রমণের শইকার ৩৭ হাজারের বেশি। এর মাঝেই গোয়াতে প্রথম করোনা আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গেল। রবিবার উত্তর গোয়াতে মারণ ভাইরাস প্রাণ কাড়ল ৮৫ বছরের এক বৃদ্ধার। 


 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul
Daily Horoscope: ২৮ ডিসেম্বর শনিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News