হিমাচলে কুলুর খাদে স্কুল বাস, পড়ুয়া-সহ ১৬ জনের মৃত্যু, চলছে উদ্ধারকাজ

Published : Jul 04, 2022, 10:55 AM ISTUpdated : Jul 04, 2022, 11:00 AM IST
হিমাচলে কুলুর খাদে স্কুল বাস, পড়ুয়া-সহ ১৬ জনের মৃত্যু, চলছে উদ্ধারকাজ

সংক্ষিপ্ত

কুলুতে ফের বাস দুর্ঘটনা। বর্ষাকালে এমনিতেই ঝুঁকি থাকে কুলুর রাস্তায়। তারমধ্যে বাসটি রাস্তা থেকে গিয়ে পাশের নিচে একটি খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনার পিছনে প্রকৃত কারণ কি তা জানতে তদন্ত চলছে।   

সোমবার সকাল। সপ্তাহ শুরুর প্রথম দিন। কুলু শহরের কাছে সাইঞ্জ ভ্যালিতে নেওসি-সানসের রোড ধরে একটু স্কুল বাস সাইঞ্জ থেকে কুলু যাচ্ছিল। আর সেই সময়ই জংলা এরিয়ায় বাসটি নিন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৬ জনের। যার মধ্যে কিছু স্কুল পড়ুয়াও রয়েছে বলে জানা গিয়েছে।  

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo