ধর্ষণ করে যুবতীকে খুন, পুলিশের জালে ধৃত নাবালক

Published : Feb 14, 2020, 03:44 PM IST
ধর্ষণ করে যুবতীকে খুন, পুলিশের জালে ধৃত নাবালক

সংক্ষিপ্ত

ফের ধর্ষণের অভিযোগ এক নাবালকের বিরুদ্ধে  ময়নাতদন্ত রিপোর্টে মিলেছে প্রমাণ ধর্ষণের পর খুন করা হয় যুবতীকে নাবালকের আরও এক সঙ্গীর খোঁজ চলছে

কিশোর মনে ক্রমেই বাড়ছে অপরাধ প্রবনতা। নির্ভয়াকাণ্ডে দোষীদের মধ্যে ছিল এক নাবালক। গত কয়েক বছরে দেশে খুন ও ধর্ষণের মতো অপরাধের হার উদ্বেগজনক ভাবে বেড়েছে। পরিসংখ্যান বলছে, এই সব অপরাধে সঙ্গে ক্রমে জড়িয়ে পড়ছে অল্পবয়সিরা। এবার খুন ও ধর্ষণের ঘটনায় পুলিশের হাতে ধরা পড়ল এক নাবালক।

গত ১০ ফেব্রুয়ারি পোরোভিরাম এলাকা থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে মহিলার পরিচয় জানা যায়। বছর আঠাশের ওই মহিলা আদতে ওড়িশার বাসিন্দা হলেও কর্মসূত্রে গোয়ায় থাকতেন।

আরও পড়ুন: পুলওয়ামার বর্ষপূর্তিতে শহিদ স্মরণে মোদী-শাহ, শহিদদের আত্মবলিদান ভোলার নয়, বললেন রাজনাথ

এই ঘটনাতেই এবার ১৬ বছরের এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তার আরও এক সঙ্গীর খোঁজ চলছে বলে জানিয়েছেন ডেপুটি সুপারিন্টেনডেন্ট  অফ পুলিশ (পোরোভিরাম) এডউইন কোলাকো।

আরও পড়ুন: ফের মা হলেন রুশ টেনিস সুন্দরী আনা কুর্নিকোভা, জন্ম দিলেন এনরিকের তৃতীয় সন্তানের

মহিলার ময়নাতদন্ত রিপোর্টে জানা যাচ্ছে তাঁকে খুনের আগে ধর্ষণ করা হয়েছিল। দুই ব্যক্তির এই ঘটনায় যুক্ত থাকার প্রমাণও পাওয়া গেছে। জানিয়েছেন আরেক পুলিশ আধিকারিক। 

ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী খুন ও ৩৭৬ ধারা অনুযায়ী ধর্ষণের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। 

PREV
click me!

Recommended Stories

লক্ষ্য বাংলা জয়, কাল প্রথম বৈঠকেই বড় বার্তা দিতে পারেন বিজেপি সভাপতি নিতিন নবীন
প্রজাতন্ত্র দিবসে প্রথমবার আসছে ভারতের হাইপারসনিক মিসাইল, জানুন এটি ঠিক কতটা শত্তিশালী