তৃতীয় সন্তানের জন্ম দিলেন গল্যামার কুইন আনা কুর্নিকোভা ৩৮ বছরের আনা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন ছবির ক্যাপশেন লিখেছেন 'মাই সানসাইন' ২০০১ সাল থেকে পপতারকা এনরিকের সঙ্গে সম্পর্ক আনার

গ্যব্রিয়েলা সাবাতিনির গ্ল্যামারে মাত হয়েছিল গোটা টেনিস দুনিয়া। তাঁর সফল উত্তরসূরি ছিলেন রুশ সুন্দরী আনা কুর্নিকোভা। তবে পিঠের ব্যথার কারণে ২০০৩ সালে মাত্র ২২ বছর বয়সে টেনিস কোর্ট থেকে অবসর নিয়েছিলেন এই টেনিস সুন্দরী। তবে টেনিস দুনিয়া ছাড়লেও আনার গ্ল্যামার সবসময় ছিল চর্চার বিষয়ে।

একাধিক ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিয়েছিলেন এই টেনিস তারকা। পরবর্তী সময়ে স্ট্যানিশ পপস্টার এনরিক ইগলেসিয়াসের সঙ্গে তাঁর প্রেমের খবর ছিল পাপারাৎজিদের কাছে হটকেকের মত। তবে পরবর্তী সময়ে এনরিকের সঙ্গেই ঘর বাঁধেন আনা। 

সম্প্রতি এক সন্তানের জন্ম দিয়েছেন আনা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের সদ্যোজাতের ছবিও পোস্ট করেছেন তিনি। 

View post on Instagram

গত ৩০ জানুয়ারি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ৩৮ বছরের আনা। তার দু'সপ্তাহ পর অবশ্য নবজাতকের ছবি পোস্ট করলেন রুশ সুন্দরী। ক্যাপশনে লিখলেন 'মাই সানসাইন'। 

View post on Instagram

২০০১ সাল থেকেই বিখ্যাত পপ তারকা এনরিকের সঙ্গে সম্পর্ক ছিল আনার। বাবা হওয়ার কথা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানমিয়েছেন এনরিকও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে সদ্যোজাত সন্তানকে পরম স্নেহে জড়িয়ে রয়েছেন এনরিক।

View post on Instagram

আনা ও এনরিকের এটি তৃতীয় সন্তান। এর আগে লুসি ও নিকোলাস নামে দুই যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন আনা।