Viral News: ব্যাঙ্কে রাখা ১৮ লক্ষ টাকা কুরে কুরে খেল উইপোকা, লকার খুলে তাজ্জব মহিলা

মোরাদাবাদের বাসিন্দা অলকা পাঠক। গত বছর অক্টোবরে ব্যাঙ্ক অব বরোদার আশিয়ানা শাখায় তাঁর লকারে ১৮ লক্ষ টাকা নগদ রেখেছিলেন।

 

মেয়ের বিয়ের জন্য ব্যাঙ্কের লকারে লক্ষ লক্ষ টাকা রেখে নিশ্চিন্তে ছিলেন মহিলা। কিন্তু যা হল তাতে রীতিমত কালঘাম ছুটল মহিলার। শুধু তাই নয় মেয়ের বিয়ে দিয়ে এবার মহিলা কী করবেন তা নিয়ে রীতিমত নাজেহাল হয়ে গেলেন। উত্তরপ্রদেশের মোরাদাবাদে এক মহিলা এর মর্মান্তিক ঘটনার সাক্ষী রইলেন। কারণ ব্যাঙ্কের লকারে রাখা ১৮ লক্ষ টাকা উইপোকায় কাটল। যা মহিলা মেয়ের বিয়ের জন্য গচ্ছিত রেখেছিলেন।

মোরাদাবাদের বাসিন্দা অলকা পাঠক। গত বছর অক্টোবরে ব্যাঙ্ক অব বরোদার আশিয়ানা শাখায় তাঁর লকারে ১৮ লক্ষ টাকা নগদ রেখেছিলেন। নিশ্চিতে দিন কাটাছিলেন। সম্প্রতি ব্যাঙ্কের কর্মীরা সম্প্রতি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাঁর লকারের চুক্তি নবিকরণের জন্য ডেকে পাঠিয়েছিলেন। পাশাপাশি ব্যাঙ্কের অ্যাপ আপডেট করতে বলা হয়েছিল।

Latest Videos

নির্ধারিত সময় অলোকা পাঠক ব্যাঙ্কে আসেন। ব্যাঙ্কের কাজকর্ম সেরে তিনি তাঁর লকার খোলেন। লকার খুলতেই মাথায় হাত চলে যায় অলোকা পাঠকের। মেয়ের বিয়ের জন্য যে টাকা রেখে ছিলেন সেগুলি উইপোকার আক্রমণে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। টাকার কোনও অবশিষ্ট নেই। যা দেখে রীতিমত অবাক ব্যাঙ্কের কর্মকর্তারাও।

গোটা বিষয়টি রিপোর্ট করা হয়েছে। তবে এজাতীয় ঘটনা এর আগে তার সঙ্গে ঘটনি। উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানান হয়েছে। তবে অলোকা পাঠক জানিয়েছেন,ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁকে বিপথে চালিত করছে। তারা পুরোপুরি সাহায্য করছে না। কিন্তু এভাবে চললে তিনি পুলিশের দ্বারস্থ হবেন। কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী ব্যাঙ্কের লকারে নগদ সঞ্চয় নিষিদ্ধ। ব্যাঙ্ক অব বরোদার চুক্তিতেও এমনটাই বলা হয়েছে। গয়না ও নথির মত মূল্যবান সম্পত্তি ব্যাঙ্কের লকারে রাখা যাবে বলেও জানান হয়েছে। নদট টাকা বা পয়সা ব্যাঙ্ক লকারে রাখা যাবে না।

ব্যাঙ্কের ওয়েবসাইটে বলা হয়েছে যে "চুরি, ডাকাতি বা ডাকাতির কারণে" লকার সামগ্রীর যে কোনও ক্ষতির জন্য ব্য়াঙ্ক দায়ী থাকবে৷ ব্যাঙ্ক আপনাকে প্রচলিত সেফ ডিপোজিট লকারের বার্ষিক ভাড়ার ১০০ গুণ দিতে দায়বদ্ধ থাকবে। এই শর্ত আগুন, জালিয়াতির বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেও প্রযোজ্য।

 

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী