গুজরাটেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বলার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুই খুদেকে। তাদের নাম ভাবনা ও শীতল। প্রখর রোদে হাতে পোস্টার নিয়ে তাদের দাঁড়িয়ে থাকার ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
রাস্তায় টা-টা করছে রোদ (Scorching Heat)। আর তার মধ্যেই হাতে পোস্টার (Poster) নিয়ে দাঁড়িয়ে রয়েছে দুই খুদে। তার সঙ্গে আবার রয়েছে জাতীয় পতাকাও (national Flag)। পরনে স্কুলের পোশাক, মাথায় বিনুনি আর পায়ে অতি সাধারণ চটি। তবে রোদের মধ্যে যে দাঁড়িয়ে রয়েছে তা অবশ্য তাদের মুখ দেখে বোঝার উপায় নেই। কারণ মুখে লেগে রয়েছে হাসি। যেন সেখানে গরম একেবারেই নেই। এভাবেই গুজরাটের (Gujarat) রাস্তার পাশে দেখা গেল দুই নাবালিকাকে। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ধন্যবাদ জানানোর জন্যই ওইভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল তারা।
আর গুজরাটের দেহেগামে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বলার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুই খুদেকে। তাদের নাম ভাবনা ও শীতল। প্রখর রোদে হাতে পোস্টার নিয়ে তাদের দাঁড়িয়ে থাকার ছবি ভাইরাল (Viral) হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
আরও পড়ুন- 'আমার ছেলে নয়, মোদীজির ছেলে', চোখে জল নিয়ে কেন এই কথা বললেন এক বাবা
'এটাই যথেষ্ট', গোয়া বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবি নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
বিধানসভা নির্বাচনে চার রাজ্য নিজেদের দখলে রেখেছে বিজেপি। বিধানসভা নির্বাচনে দেশের চারটি রাজ্যে নিরঙ্কুশ জয় পেয়েছে গেরুয়া শিবির। শুধুমাত্র পঞ্জাবে দাঁত ফোটাতে পারেনি তারা। আর এবার বিজেপির পাখির চোখ হল গুজরাট। এখন সেই রাজ্য যাতে হাতছাড়া হয়ে না যায় সেদিকেই গুরুত্ব দিচ্ছে বিজেপি। আর তার জন্য প্রথম থেকেই ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে মোদী। এই মুহূর্তে দু'দিনের সফরে গুজরাটে রয়েছেন তিনি।
গুজরাট সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শনিবার সকালে গান্ধীনগরে রোড শো করেন। এদিন তিনি প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় দাঁড়িয়ে সমাগত বহু মানুষকে শুভেচ্ছা জানান। রোড শোর পর, প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় ভবনের উদ্বোধনও করবেন। গুজরাট বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের রাজ্য ইউনিটের একটি সভায় বক্তব্য রেখেছিলেন শুক্রবার। তাঁদের জনগণের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বৈঠকের পরে তিনি টুইট করেছেন, "গুজরাটে রাজ্য বিজেপি সদর দফতরে সহকর্মী দলের নেতা ও কর্মীদের সঙ্গে দেখা করেছি। আমাদের দলীয় সংগঠন কীভাবে আরও কার্যকরভাবে জনগণের সেবা করতে পারে এবং জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।"
আরও পড়ুন- ইউক্রেনে আটকে পড়া নেপালি নাগরিকদের উদ্ধার ভারতের, মোদীকে ধন্যবাদ শের বাহাদুরের
পিটিআই সূত্রে খবর, প্রধানমন্ত্রী মোদী রাজ্যের বিজেপি নেতা ও কর্মীদের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে বলেছেন। সূত্রের খবর অনুযায়ী, মোদি দলীয় কর্মীদের গত দশ বছরে সরকার কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করতে বলেছেন। সূত্রের দাবি, মোদী রাজ্য নেতাদের তৃণমূল স্তরে নেমে কাজ করার কথা বলেছেন, জনসংযোগ বাড়াতে বলেছেন।