কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিশাল খবর। সদ্য প্রকাশ্যে এসেছে ডিএ বৃদ্ধির কথা।
শীঘ্রই ২ শতাংশ ডিএ পাবেন কর্মীরা। বর্তমানে ৫৩ শতাংশ হারে মেলে ডিএ। এবার থেকে ৫৫ শতাংশ হাতে ডিএ পাবেন তারা।
বেসিক স্যালারির ওপর দেওয়া হয় ডিএ। কর্মীরা যে পরিমাণ বেসিক স্যালারি যা পান তার ওপর হিসেব করা হয় ডিএ।
কর্মচারীরা মূল বেতন যদি পান ১৯ হাজার টাকা তাহলে ডিএ বৃদ্ধির ফলে প্রতি মাসে অতিরিক্ত ৩৮০ টাকা আসবে। যা বার্ষিক হবে ৪,৫৬০ টাকা।
তেমনই পেনশন যদি হয় ৮ হাজার টাকা তাহলে প্রতি মাসে ১৬০ টাকা করে বেশি পাবেন। অর্থাৎ বার্ষিক মিলবে ১৯২০ টাকা।
শোনা যাচ্ছে, ১ জানুয়ারি থেকে প্রযোজ্য হবে এই নিয়ম। অর্থাৎ যদি এপ্রিল থেকে মেলে বাড়তি ডিএ তাহলে একসঙ্গে তিন মাসের টাকা ঢুকবে।
ফলে এপ্রিলেই মালামাল হবেন কেন্দ্রীয় সরকারী কর্মীরা।
শীঘ্রই বিপুল পরিমাণে টাকা পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারী কর্মীরা।
১৯ হাজার টাকা বেতন হলেই বলছে মিলবে ৪৫৬০ টাকা অতিরিক্ত।
শীঘ্রই উপকৃত হবেন ৪৫ লক্ষ কেন্দ্রীয় কর্মী এবং ৬৮ লক্ষ পেনশনভোগীরা।
Sayanita Chakraborty