DA Hike: মাত্র ২ % ডিএ বৃদ্ধিতেই অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা, জেনে নিন কত টাকা এরিয়ার মিলবে

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর! শীঘ্রই ২ শতাংশ ডিএ বৃদ্ধি হতে চলেছে, যার ফলে বর্তমানে ৫৩ শতাংশ থেকে বেড়ে ৫৫ শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা। বেতন এবং পেনশনে এর প্রভাব পড়বে, জেনে নিন বিস্তারিত।
Sayanita Chakraborty | Published : Mar 31, 2025 12:47 PM
110

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিশাল খবর। সদ্য প্রকাশ্যে এসেছে ডিএ বৃদ্ধির কথা।

210

শীঘ্রই ২ শতাংশ ডিএ পাবেন কর্মীরা। বর্তমানে ৫৩ শতাংশ হারে মেলে ডিএ। এবার থেকে ৫৫ শতাংশ হাতে ডিএ পাবেন তারা।

410

কর্মচারীরা মূল বেতন যদি পান ১৯ হাজার টাকা তাহলে ডিএ বৃদ্ধির ফলে প্রতি মাসে অতিরিক্ত ৩৮০ টাকা আসবে। যা বার্ষিক হবে ৪,৫৬০ টাকা।

510

তেমনই পেনশন যদি হয় ৮ হাজার টাকা তাহলে প্রতি মাসে ১৬০ টাকা করে বেশি পাবেন। অর্থাৎ বার্ষিক মিলবে ১৯২০ টাকা।

610

শোনা যাচ্ছে, ১ জানুয়ারি থেকে প্রযোজ্য হবে এই নিয়ম। অর্থাৎ যদি এপ্রিল থেকে মেলে বাড়তি ডিএ তাহলে একসঙ্গে তিন মাসের টাকা ঢুকবে।

710

ফলে এপ্রিলেই মালামাল হবেন কেন্দ্রীয় সরকারী কর্মীরা।

810

শীঘ্রই বিপুল পরিমাণে টাকা পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারী কর্মীরা।

910

১৯ হাজার টাকা বেতন হলেই বলছে মিলবে ৪৫৬০ টাকা অতিরিক্ত।

1010

শীঘ্রই উপকৃত হবেন ৪৫ লক্ষ কেন্দ্রীয় কর্মী এবং ৬৮ লক্ষ পেনশনভোগীরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos