বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে ATM-র খরচ বাড়ছে। এবার এই নিয়ে বিশেষ ঘোষণা করা হল RBI-র পক্ষ থেকে।
গ্রাহকদের বিনামূল্যের মাসিক সীমা শেষ হওয়ার পর প্রতি লেনদেনে টাকা কেটে থাকে ব্যাঙ্কগুলো। এবার বাড়ল সেই খরচ।
এতদিন ২১ টাকা করে কাটত প্রতি লেনদেনে। মাসিক সীমা শেষ হওয়ার পর প্রতি লেনদেনে ২১ টাকা কাটা হত। এবার বাড়বে সেই অঙ্ক।
মাসিক সীমা শেষ হওয়ার পর প্রতি লেনদেনে ২৩ টাকা করে কাটবে এবার থেকে। এমনই ঘোষণা করা হল আরবিআই-র পক্ষ থেকে।
নিজস্ব ব্যাঙ্কের ATM-এ প্রতি মাসে পাঁচটি বিনামূল্যে লেনদেন থাকে। মেট্রো শহরে এই অঙ্ক ৩ আর মেট্রো বহির্ভূত শহতে পাঁচ।
এর থেকে বেশি বার টাকা তোলা হলে ব্যাঙ্ক চার্জ কেটে নেয়। এবার থেকে অতিরিক্ত ২৩ টাকা করে কাটবে প্রতি ট্রানজাকনে।
২০২১ সালে এই ATM ফি সংশোধন করে ২০ টাকা থেকে ২১ টাকা করা হয়েছিল। যা এবার হল ২৩ টাকা।
এভাবে চার্জ বাড়িয়ে ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ওয়ালেটের মতো ডিজিটাল ব্যাংকিং বিকল্পগুলোকে ব্যবহারে গ্রাহকদের উৎসাহ দিচ্ছে ব্যাঙ্কগুলো।
জানা গিয়েছে, ১ মে থেকে বদল হচ্ছে এই নিয়ম। মে মাস থেকে বাড়তি টাকা কেটে নেবে ব্যাঙ্কগুলো।
১ মে থেকে ব্যাঙ্কের এই নিয়ম বদল করতে চলেছে RBI-র পক্ষ থেকে।
Sayanita Chakraborty