খারাপ খবর! ATM থেকে টাকা তুললে কাটা হবে অতিরিক্ত ২৩ টাকা, বিশেষ ঘোষণা RBI-র

ATM লেনদেনের খরচ বাড়ালো RBI। মাসিক সীমা শেষ হওয়ার পর প্রতি লেনদেনে গ্রাহকদের ২৩ টাকা করে দিতে হবে। ১ মে থেকে এই নিয়ম কার্যকর হবে।
Sayanita Chakraborty | Published : Mar 31, 2025 11:37 AM
110

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে ATM-র খরচ বাড়ছে। এবার এই নিয়ে বিশেষ ঘোষণা করা হল RBI-র পক্ষ থেকে।

210

গ্রাহকদের বিনামূল্যের মাসিক সীমা শেষ হওয়ার পর প্রতি লেনদেনে টাকা কেটে থাকে ব্যাঙ্কগুলো। এবার বাড়ল সেই খরচ।

310

এতদিন ২১ টাকা করে কাটত প্রতি লেনদেনে। মাসিক সীমা শেষ হওয়ার পর প্রতি লেনদেনে ২১ টাকা কাটা হত। এবার বাড়বে সেই অঙ্ক।

410

মাসিক সীমা শেষ হওয়ার পর প্রতি লেনদেনে ২৩ টাকা করে কাটবে এবার থেকে। এমনই ঘোষণা করা হল আরবিআই-র পক্ষ থেকে।

510

নিজস্ব ব্যাঙ্কের ATM-এ প্রতি মাসে পাঁচটি বিনামূল্যে লেনদেন থাকে। মেট্রো শহরে এই অঙ্ক ৩ আর মেট্রো বহির্ভূত শহতে পাঁচ।

610

এর থেকে বেশি বার টাকা তোলা হলে ব্যাঙ্ক চার্জ কেটে নেয়। এবার থেকে অতিরিক্ত ২৩ টাকা করে কাটবে প্রতি ট্রানজাকনে।

710

২০২১ সালে এই ATM ফি সংশোধন করে ২০ টাকা থেকে ২১ টাকা করা হয়েছিল। যা এবার হল ২৩ টাকা।

810

এভাবে চার্জ বাড়িয়ে ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ওয়ালেটের মতো ডিজিটাল ব্যাংকিং বিকল্পগুলোকে ব্যবহারে গ্রাহকদের উৎসাহ দিচ্ছে ব্যাঙ্কগুলো।

910

জানা গিয়েছে, ১ মে থেকে বদল হচ্ছে এই নিয়ম। মে মাস থেকে বাড়তি টাকা কেটে নেবে ব্যাঙ্কগুলো।

1010

১ মে থেকে ব্যাঙ্কের এই নিয়ম বদল করতে চলেছে RBI-র পক্ষ থেকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos