২০২০ সালে কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা চলবে

Published : Nov 12, 2025, 08:48 PM IST
Kangana Ranaut

সংক্ষিপ্ত

Kangana Ranaut: বলিউড (Bollywood) অভিনেত্রী তথা হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডির (Mandi) বিজেপি সাংসদ (BJP MP) কঙ্গনা রানাউত মাঝেমধ্যেই বিতর্কিত মন্তব্য করেন। এবার এক বিতর্কিত মন্তব্যের জন্য তিনি আইনি জালে ফেঁসে গেলেন।

DID YOU KNOW ?
বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা
বলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি রাজনীতিতে যোগ দেওয়ার পরেও বিতর্কিত মন্তব্য করেছেন।

2020 Farmers' Protest: ২০২০ সালে কৃষকদের আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করার দায়ে বলিউড (Bollywood) অভিনেত্রী তথা হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডির (Mandi) বিজেপি সাংসদ (BJP MP) কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, তা চলবে। বুধবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আগরা জেলা আদালত (District Court of Agra) বলেছে, কঙ্গনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা রায় পুনর্বিবেচনা করার আর্জি গ্রহণ করা হয়েছে। এবার বিশেষ সাংসদ-বিধায়ক আদালতে (Special MP-MLA Court) এই মামলার শুনানি চলবে। কঙ্গনার বিরুদ্ধে কৃষকদের অপমান করার পাশাপাশি মহাত্মা গান্ধী (Mahatma Gandhi) সম্পর্কেও বিতর্কিত মন্তব্য করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের করেন আইনজীবী রামশঙ্কর শর্মা (Advocate Ramashankar Sharma)। সেই মামলাতেই এবার বিপাকে পড়ে গেলেন এই অভিনেত্রী তথা সাংসদ।

কঙ্গনার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

কঙ্গনার বিরুদ্ধে দায়ের করা মামলায় বলা হয়েছে, তিনি ২০২৪ সালের ২৬ অগাস্ট এক সাক্ষাৎকারে যে মন্তব্য করেন, তাতে কৃষক সমাজ ও সমগ্র দেশবাসীর ভাবাবেগে আঘাত লেগেছে। বিশেষ আইনজীবী লোকেশ কুমার দু'পক্ষের সওয়াল-জবাব শোনার পর বলেন, এখন রায় স্থগিত রাখা হচ্ছে। ২৯ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। সেদিন কঙ্গনাকে আদালতে হাজিরা দিতে হবে।

কঙ্গনার বিতর্কিত মন্তব্য

কৃষকদের আন্দোলন চলাকালীন একাধিকবার বিতর্কিত মন্তব্য করেন কঙ্গনা। তিনি খালিস্তানি (Khalistani) জঙ্গিদের সঙ্গে আন্দোলনকারী কৃষকদের তুলনা করেন। এই অভিনেত্রী বলেন, ‘এখন খালিস্তানি জঙ্গিরা সরকারের উপর চাপ তৈরি করছে। আমাদের এক মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথা ভুলে গেলে চলবে না। ইন্দিরা গান্ধী ওদের নিজের জুতোর নীচে থেঁতলে দিয়েছিলেন।’ কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত বয়স্ক মহিলা মহিন্দর কউর (Mahinder Kaur) সম্পর্কেও বিতর্কিত মন্তব্য করেন কঙ্গনা। পরে তিনি আদালতে ক্ষমা চাওয়ার কথা বলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। তাঁর বিরুদ্ধে মামলা চলছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২০
২০২০ সালে কৃষক আন্দোলন চলাকালীন বিতর্কিত মন্তব্য কঙ্গনার।
২০২০ সালে কৃষক আন্দোলন নিয়ে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেন কঙ্গনা রানাউত। এই কারণে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
রাহুলে বিরক্ত মোদী! খাড়্গেকে টপকে শশী থারুরকে আমন্ত্রণ, রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে মোদী-পুতিন