Himachal Pradesh Flood: বন্যা বিধ্বস্ত হিমাচল প্রদেশে গিয়ে সাংসদ তহবিল নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার। কী বললেন বিজেপি সাংসদ? বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…
Himachal Pradesh Flood: গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। মেঘভাঙা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে নদী। বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এই অবস্থায় রবিবার হিমাচলের মান্ডির দুর্গত এলাকা পরিদর্শনে যান বিজেপি বিধায়ক কঙ্গনা রানাউত। সেখানে গিয়ে দুর্গত মানুষদের সঙ্গে কথা বললেও তাঁর কোনও ফান্ড নেই বলে তিনি যে কোনও সাহায্য করতে পারবেন না সেকথা জানান সাংসদ।
এদিন তিনি বলেন, "আমি মানুষের কাছে বাস্তবতা তুলে ধরেছি যে আমার হাতে কী আছে এবং কী নেই। একজন সাংসদ হিসেবে আমাদের উদ্বেগ প্রকাশ করতে হয় এবং তহবিল আনতে হয়। আমার একটি নির্দিষ্ট কর্মপরিধি আছে। আমি মানুষকে বলেছি যে আমাদের দল মানুষের সমস্ত চাহিদা পূরণ করবে।" নিজের বক্তব্যের বিষয়ে তিনি আরও স্পষ্ট করে বলেন, "আমার কথা বিতর্কিত নয়। এটা আমার প্রকাশের ভঙ্গি।" তাঁর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা।
জানা গিয়েছে, বৃষ্টি বিপর্যস্ত হিমাচল প্রদেশের জন্য একটি বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাউত। রাজ্যে বৃষ্টি-সংক্রান্ত ঘটনায় এ পর্যন্ত ৭৮ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে খবর।
মান্ডি পরিদর্শনে বিলম্ব নিয়ে কংগ্রেসের সমালোচনার কড়া জবাব দিয়েছেন কঙ্গনা। তিনি বলেন, "কংগ্রেস আমার দুটো লাইন তুলে নিয়ে আমার বিরুদ্ধে কথা বলেছে। আমাদের দেখতে হবে তারা তহবিল কোথায় ব্যবহার করে। মানুষের কাছে পৌঁছাতে আমি দেরি করিনি।" কঙ্গনার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের আশা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে হিমাচল প্রদেশ দ্রুত এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারবে।
অন্যদিকে, হিমাচল প্রদেশে ভারী বর্ষণ, ভূমিধ্বস ও বন্যায় বিধ্বস্ত। দ্রুত বাড়ছে মৃতের সংখ্যা। অনেক মানুষ রয়েছে নিখোঁজ। যদিও উদ্ধারকাজ ও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে সরকার। হিমাচল প্রদেশের বন্যা-প্রবণ মান্ডি জেলায় নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। রাজ্যে মৌসুমি বিপর্যয়ের ফলে মৃতের সংখ্যা ৭৮ জনে পৌঁছেছে। রাজ্যে বৃষ্টিপাত, ভূমিধ্বস, হঠাৎ বন্যা এবং মেঘভাঙা বৃষ্টি এখনও অব্যাহত।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে


