ক্ষয়িষ্ণু মোদীর জনপ্রিয়তা, ২৪-এর নির্বাচনের আগে বড় ইঙ্গিত সি ভোটারের সমীক্ষায়

সমীক্ষক সংস্থার তথ্যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর, ইন্দিরা গান্ধীর আগে উঠে এল মোদীর নাম। লোকসভা নির্বাচনের আগে এই সমীক্ষা কি কোনও বড় ইঙ্গিত দিচ্ছে?

স্বাধীন ভারতের জনপ্রিয়তম প্রধানমন্ত্রী কে? ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে সমীক্ষা চালাল সি ভোটার। এই সমীক্ষার সার্ভেতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। দেশের প্রধানমন্ত্রী হিসেবে জনপ্রিয়তম কে? নেহেরু, ইন্দিরার আগে নাম উঠে এল প্রধানমন্ত্রী মোদীর। লোকসভা নির্বাচনের আগে এই নথি নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে। সমীক্ষক সংস্থার তথ্যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর, ইন্দিরা গান্ধীর আগে উঠে এল মোদীর নাম। লোকসভা নির্বাচনের আগে এই সমীক্ষা কি কোনও বড় ইঙ্গিত দিচ্ছে?

সমীক্ষক সংস্থা সি-ভোটারের দেওয়া তথ্য অনুয়াযী জনপ্রিয়তার নিরিখে তালিকার প্রথম সারিতেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। এই তালিকায় নাম রয়েছে প্রাক্ত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীয়ের নামও। অতএব জনপ্রিয়তার দিক থেকে কংগ্রেসের তুলনায় অনেকটাই এগিয়ে বিজেপি। কংগ্রেসি প্রধানমন্ত্রীদের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তালিকায় নাম রয়েছে ইউপিএ আমলের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এরও। ইন্দিরা গান্ধীর পরে নাম রয়েছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহেরুর। এই সমীক্ষা অনুযায়ী জনপ্রিয়তা আগের থেকে বেশ খানিকটা বেড়েছে রাহুল গান্ধীরও। তবে সমীক্ষার তালিকায় এগিয়ে থাকলেও আগের থেকে অনেকটাই কমেছে নমোর জনপ্রিয়তা। বিশ্লেষকদের দাবি রাহুল গান্ধীর এই জনপ্রিয়তা বৃদ্ধির পেছনে অনেকটাই ভূমিকা পালন করেছে ভারত জোড়ো যাত্রা। দেশজুড়ে এই কর্মসূচির জেরেই মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা আগের থেকে বেশ খানিকটা বেড়েছে।

Latest Videos

সি ভোটারের তথ্য অনুযায়ী ভারতের সেরা প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেছে নিয়েছে ৪৭ শতাংশ মানুষ। গত বছর এই সংখ্যা ছিল ৫২ শতাংশ। ১৬ শতাংশ মানুষ বেছে নিয়েছেন অটল বিহারী বাজপেয়ীকে। ১২ শতাংশ মানুষের মতে সেরা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। মাত্র ৯ শতাংশ মানুষ বেছে নিয়েছেন নেহেরুকে। তালিকার চতুর্থ স্থানে জায়গা পেয়েছেন মনমোহন সিং। ৮ শতাংশ মানুষ বেছে নিয়েছেন তাঁকে। অন্যদিকে গত বছরের তুলনায় জনপ্রিয়তা বেড়েছে রাহুল গান্ধীর। দেশের ১৪ শতাংশ মানুষ তাঁকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। গত বছরও এই সংখ্যা ছিল ৯ শতাংশ।

আরও পড়ুন - 

রাত পোহালেই ত্রিপুরায় নির্বাচন, গড় রক্ষার পথে পদ্ম শিবিরের মূল চ্যালেঞ্জ কী?

৩০ বছরে এই প্রথম অন্যরকম নির্বাচন ত্রিপুরায়, বাম-কংগ্রেস কীভাবে ভাঙবে বিজেপির দুর্গ

কিং মেকার হতে চলেছে টিপরা মোথা পার্টি, প্রদ্যোৎ দেববর্মার হাতে কোন তুরুপের তাস

Share this article
click me!

Latest Videos

'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today