2024 Mood of the Nation Survey: প্রধানমন্ত্রী হিসেবে প্রথম পছন্দ নরেন্দ্র মোদী, বলছে 'মুড অফ দ্য নেশন'

Published : Mar 27, 2024, 07:08 PM ISTUpdated : Mar 27, 2024, 07:43 PM IST
Narendra Modi roadshow in Palakkad

সংক্ষিপ্ত

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগে থাকতেই বিভিন্ন সমীক্ষা চলছিল। এবার লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই জনমত সমীক্ষা নিয়ে দেশজুড়ে আগ্রহ বাড়ছে।

২০১৪, ২০১৯ সালের পর ২০২৪, টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। এশিয়ানেট নিউজের 'মুড অফ দ্য নেশন' সমীক্ষায় এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। এ বছরের ১৩ মার্চ থেকে বুধবার পর্যন্ত সমীক্ষা চালানো হয়েছে। ৭,৫৯,৩৪০ জন এই সমীক্ষায় যোগ দিয়েছেন। এশিয়ানেট নিউজের বাংলা, ইংরাজি, হিন্দি, মালয়লম, কন্নড়, তামিল, তেলুগু ও মারাঠি ডিজিট্যাল প্ল্যাটফর্মে সমীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। এই সমীক্ষায় যোগ দেওয়া বেশিরভাগ ব্যক্তিই জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে তাঁদের প্রথম পছন্দের ব্যক্তি মোদী। জনপ্রিয়তায় মোদীর ধারেকাছে অন্য কোনও রাজনৈতিক নেতা নেই। ফলে এবারের লোকসভা নির্বাচনে মোদী-ঝড়ের অপেক্ষায় সারা দেশ।

মোদীর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাহুল গান্ধী

‘মুড অফ দ্য নেশন’-এ যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে ৫১.০৬ শতাংশ জানিয়েছেন, তাঁদের প্রথম পছন্দের প্রধানমন্ত্রী প্রার্থী মোদী। কাছাকাছি আছেন শুধু কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি ৪৬.৪৫ শতাংশ মানুষের পছন্দের প্রধানমন্ত্রী প্রার্থী। কেরালার ওয়েনাড়ের সাংসদ রাহুল। দক্ষিণ ভারতের এই রাজ্যের ৫০.৫৯ মানুষ জানিয়েছেন, তাঁরা রাহুলকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। কিন্তু কেরালা ছাড়া অন্যান্য রাজ্যগুলির ৮০ শতাংশেরও বেশি মানুষ জানিয়েছেন, তাঁরা মোদীকেই ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন।

মোদীর গ্যারান্টিতে আস্থা

‘মুড অফ দ্য নেশন’-এ যোগ দেওয়া ৫১.০৭ শতাংশ ব্যক্তির মতে, মোদী সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল সে সব পূরণ করেছে। ৪২.৯৭ শতাংশ ব্যক্তি অবশ্য মনে করেন, মোদী সরকার প্রতিশ্রুতি পূরণ করেনি। দুর্নীতি দূর করার উদ্যোগের ক্ষেত্রেও দেশের বেশিরভাগ মানুষকে পাশে পেয়েছেন মোদী। সমীক্ষায় যোগ দেওয়া ৬০.৪ শতাংশ ব্যক্তি জানিয়েছেন, মোদী সরকার দূর্নীতি দূর করার ক্ষেত্রে সাফল্য পেয়েছে। ৫৬.৩৯ শতাংশ ব্যক্তির মতে, মোদী সরকারের বিদেশনীতি সাফল্য পেয়েছে। ৬৫.০৮ শতাংশ ব্যক্তি জানিয়েছেন, চিনের সঙ্গে সামরিক ও কূটনৈতিক লড়াইয়ে সাফল্য পেয়েছে মোদী সরকার। ২১.৮২ শতাংশ ব্যক্তি অবশ্য মনে করেন, বেজিংয়ের প্রতি নয়াদিল্লির কৌশল যথাযথ নয়। ৭৯.২৭ শতাংশ ব্যক্তি মনে করেন, মোদীর নেতৃত্বে বিশ্বে ভারতের অবস্থানের উন্নতি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

এশিয়ানেট নিউজের মুড অফ দ্য নেশন সমীক্ষায় গেরুয়া সাইক্লোনের ইঙ্গিত! মুখ থুবড়ে পড়তে চলেছে কংগ্রেস

বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রী মোদীর! শুনে নিন কী বললেন তিনি

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

গোয়ার নাইট ক্লাবে আগুনে পুড়ে মৃত ২৫, গ্রেফতার ৪, জানালেন প্রমোদ সাওয়ান্ত
বাংলায় বাবরি মসজিদ? ফুঁসছেন সাধ্বী ঋতম্বরা, বাগেশ্বর বাবা, দেবকিনন্দন ঠাকুর ও মৌলনা ইয়াসুব