৬০ বছরের বিবাহিতার প্রেমে হাবুডুবু ২২-এর যুবক, তাজমহলের শহরে তীব্র শোরগোল

তাজমহল-কে বলা হয় প্রেমের সৌধ।

তাজমহলের শহর আগ্রাতেই ৬০ বছরের প্রৌঢ়ার প্রেমে হাবুডুবু ২২ বছরের এক যুবক।

সকলের সামনেই তারা জানিয়েছেন বিয়ে করতে চান।

এবার ওই প্রেমিকের বিরুদ্ধে এফআইআর দায়েরর করল পুলিশ।

 

তাজমহল-কে বলা হয় প্রেমের সৌধ। বেগম মুমতাজ-এর প্রতি বাদশা শাহজাহান-এর প্রেমের প্রতীক। আর সেই তাজনহলের শহর আগ্রাতেই এক ব্যতিক্রমী প্রেম নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এক ৬০ বছরের প্রৌঢ়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে এক ২২ বছর বয়সী যুবক, এমনটাই জানা গিয়েছে। তাঁকে সাবধান করার পরও ওই প্রৌঢ়ার সঙ্গে প্রেমের সম্পর্ক শেষ করতে অস্বীকার করে যুবক। এরপরই তাঁর বিরুদ্ধে আগ্রার এতমাদুদ্দৌলা থানায় 'এলাকার শান্তি বিঘ্নিত করার' অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি), ওই মহিলার স্বামী ও ছেলে ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। একই সময়ে থানায় পৌঁছায় ওই যুবকও। দুই পক্ষ মুখোমুখি হতেই দুই পরিবারের মধ্যে থানার মধ্যেই তীব্র বাদানুবাদ শুরু হয়ে যায়। এমনকী সকলের সামনে ওই প্রৌঢ়া মহিলা এবং ২২ বছরের যুবক জানান তাঁরা একে অপরকে বিয়ে করতে চান, এমনটাই জানা গিয়েছে।

Latest Videos

প্রকাশ নগর এলাকার বাসিন্দা ওই প্রৌঢ়া কিন্তু সাতটি সন্তানের মা। তাঁর সাতজন নাতি-নাতনিও রয়েছে। পুলিশ আরও জানিয়েছে ওই যুবক এবং প্রৌঢ়ার দুই পরিবারের সদস্যদের কারোরই এই সম্পর্কে মত নেই। দুই পরিবারের তরফ থেকেই এই ব্যতিক্রমী প্রেমিক প্রেমিকা-কে সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য বোঝানো হয়েছে। কিন্তু দু'জনই এখনও পর্যন্ত বিয়ে করার ইচ্ছায় অনড়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ আপাতত ২২ বছরের ওই প্রেমিকের বিরুদ্ধে  এলাকার শান্তি বিঘ্নিত করার অভিযোগে এফআইআর নথিভুক্ত করেছে। কিন্তু তাতে কাজ হবে বলে আত্মবিশ্বাসী নয় পুলিশই।

 

Share this article
click me!

Latest Videos

Canning News Today: আধার কার্ড সংযোজন করতেই আবাসের টাকা লোপাট! ঘটনায় চাঞ্চল্য South 24 Parganas
‘অপদার্থ মুখ্যমন্ত্রী এতদিন ধরে স্বাস্থ্য ও পুলিশকে জলাঞ্জলি দিয়েছেন’ মমতাকে চরম তুলোধোনা শুভেন্দুর
'দায় এড়ানোর জন্য যা খুশি তা করতে পারেন না মুখ্যমন্ত্রী', ক্ষোভ উগরে দিলেন ডাক্তাররাই
কেন জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী? ফাঁস করে বিস্ফোরক মন্তব্য শমীক ভট্টাচার্যের
থর থর কাঁপছে বাংলাদেশ, শক্তি বাড়িয়ে নিল ভারতীয় নৌবাহিনী, দেখুন ভিডিও