মোদি সরকার সিলিন্ডার রিফিল করার জন্য ৩০০ টাকা করে ভর্তুকি দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ১০.৩৩ কোটি পরিবার উজ্জ্বলা যোজনার করত করছে সিলিন্ডার প্রতি ৫৫৩ টাকা রিফিল করার জন্য। এই স্কিমে উপভোক্তারা বিনামূল্যে গ্যাসের ওভেন, এলপিজি সিলিন্ডার, রেগুলেটর পেয়ে থাকেন। নবরাত্রিতে নারী শক্তির বন্দনার কারণেই এই প্রকল্প প্রসারিত করার উদ্দেশ্য।