Supreme Court News: বিয়ের পর বিবাহিত হিন্দু মহিলাদের সম্পত্তির ভাগ পাবেন কারা? বিবাহের পর গোত্র বদল ও সম্পত্তির অধিকার নিয়ে তাৎপর্যপূর্ণ ঘোষণা শীর্ষ আদালতের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
বিয়ের পর হিন্দু মহিলাদের সম্পত্তির অধিকার কে ভোগ করবেন? বাপের বাড়ির লোক না শ্বশুর বাড়ির লোকজন? এই নিয়ে মতবিরোধে জল গড়ায় সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার সেই সংক্রান্ত মামলায় তাৎপর্যপূর্ণ রায় ঘোষণা করল শীর্ষ আদালত।
25
কী বলছে সুপ্রিম কোর্ট?
বিবাহিত মহিলাদের সম্পত্তির অধিকার সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, হিন্দু রীতি অনুযায়ী বিবাহের সঙ্গে সঙ্গে হিন্দু মেয়েদের পদবী-গোত্র বদলে যায়। তাই বৈবাহিক সূত্র অনুযায়ী বিবাহিত মেয়েদের সম্পত্তির অধিকার কেবলমাত্র স্বামীর উত্তরাধিকারী বা শ্বশুরবাড়ির লোকজন পেয়ে থাকে।
35
সুপ্রিম কোর্টে মামলা
জানা গিয়েছে, বিবাহিত মহিলাদের সম্পত্তির অধিকারী কে? এই নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। সেখানে ১৯৫৬ সালের উত্তরাধিকারী আইন অনুযায়ী, কোনও হিন্দু মহিলা যদি স্বামী-সন্তানহীন অবস্থায় মারা যান। এবং তাঁর কোনও উইল বা ইচ্ছাপত্র না থাকে, তাহলে তাঁর সম্পত্তি চলে যায় স্বামীর উত্তরাধিকারীদের কাছে।
জানা গিয়েছে, ১৯৫৬ সালের এই ধারাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানি চলাকালীনই ‘গোত্র’ নিয়ে মন্তব্য করেন বিচারপতি নাগরত্ন। এই বিষয়ে শীর্ষ আদালত সাফ জানায়, বিয়ের পর মেয়েদের দায়িত্ব পুরোটাই স্বামী এবং শ্বশুরবাড়ির। ফলে তাঁর সম্পত্তিতে অধিকারও শ্বশুরবাড়ির লোকজন।
55
সুপ্রিম নির্দেশ
এই বিষয়ে শীর্ষ আদালতের সাফ দাবি যে, বিয়ের পর কোনও মহিলা শ্বশুরবাড়ির অশান্তি হোক কিংবা স্বামীর সঙ্গে ডিভোর্স সংক্রান্ত মামলায় শ্বশুরবাড়ির কাছেই খোরপোশ দাবি করে থাকেন। এক্ষেত্রে বাপের বাড়ি বা ভাইবোনের কাছে যান না। ফলে কোনও স্ত্রীর সম্পত্তির উইল করা না থাকলে তার অধিকার বর্তায় শ্বশুরবাড়ির উত্তরাধিকারীদের ওপর।