COVID-19: নতুন করে আক্রান্ত ২৫৭, সারা ভারতে ফের ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস?

Published : May 21, 2025, 05:07 AM ISTUpdated : May 21, 2025, 05:08 AM IST
covid

সংক্ষিপ্ত

Coronavirus: গত ২-৩ বছরে মানুষের মন থেকে করোনাভাইরাসের আতঙ্ক চলে গিয়েছে। বেশিরভাগ মানুষই মাস্ক পরছেন না। কিন্তু সেই দিন হয়তো ফিরে আসতে চলেছে ভারতে ফের ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। ইতিমধ্যেই ২৫০ জনেরও বেশি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Active Cases of COVID-19 in India: দেশের সব রাজ্যে না হলেও, একাধিক রাজ্যে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (COVID 19)। স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে এই মুহূর্তে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২৫৭। সবচেয়ে বেশি আক্রান্ত কেরল (Kerala), মহারাষ্ট্র (Maharashtra), তামিলনাড়ুতে (Tamil Nadu)। প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। এশিয়ার একাধিক দেশে করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়েছে। সেখান থেকেই ভারতে এই ভাইরাস চলে এসেছে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ২০২০ সালের শুরুতে একই ঘটনা দেখা গিয়েছিল। সেবার চিন থেকে ভারতে ছড়িয়ে পড়েছিল করোনাভাইরাস। এবার মনে করা হচ্ছে, সিঙ্গাপুর থেকে এই ভাইরাস ভারতে ছড়িয়ে পড়েছে।

শুরুতেই ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে মরিয়া স্বাস্থ্যমন্ত্রক

স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত হওয়া নতুন ব্যক্তিদের খোঁজ পাওয়া যাচ্ছে। এই ভাইরাস ছড়িয়ে পড়া রোখার লক্ষ্যে নজরদারি বাড়ানো হয়েছে। শুরুতেই ভাইরাস চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, কোনও পরিস্থিতিতেই এই ভাইরাসকে হাল্কাভাবে নেওয়া চলবে না। সবাইকে নিজেদের সুরক্ষার দিকে নজর দিতে হবে।

কী করা চলবে না?

বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাস এড়াতে গেলে এগুলি করা চলবে না-

  • খালি হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করা চলবে না
  • কারও সঙ্গে করমর্দন করা চলবে না
  • রাস্তায় থুতু ফেলা চলবে না
  • চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাবেন না
  • ব্যবহার করা ন্যাপকিন বা টিস্যু পেপার রাস্তাঘাটে ফেলবেন না
  • কোথাও রেলিং, দরজা খালি হাতে স্পর্শ করবেন না

কী করা উচিত?

বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাস এড়াতে গেলে এগুলি করতে হবে-

  • হাঁচি বা কাশির সময় রুমাল বা টিস্যু পেপার দিয়ে নাক-মুখ ঢাকুন
  • সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে বারবার হাত ধুতে হবে
  • জ্বর, শ্বাসকষ্ট, কাশি হলে চিকিৎসকের পরামর্শ নিন
  • কাশি বা হাঁচির সময় হাতের তেলো দিয়ে নাক-মুখ ঢাকবেন না। কনুইয়ের অংশ ব্যবহার করুন
  • জনবহুল অঞ্চল যথাসম্ভব এড়িয়ে চলুন
  • জনস্থানে যে কোনও ব্যক্তির থেকে এক হাত দূরত্ব বজায় রাখুন
  • যথাসম্ভব বিশ্রাম নিন। ভালোভাবে ঘুমোন
  • প্রচুর জল, ফলের রস, শরবত ও পুষ্টিকর খাবার খান

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!