
Active Cases of COVID-19 in India: দেশের সব রাজ্যে না হলেও, একাধিক রাজ্যে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (COVID 19)। স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে এই মুহূর্তে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২৫৭। সবচেয়ে বেশি আক্রান্ত কেরল (Kerala), মহারাষ্ট্র (Maharashtra), তামিলনাড়ুতে (Tamil Nadu)। প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। এশিয়ার একাধিক দেশে করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়েছে। সেখান থেকেই ভারতে এই ভাইরাস চলে এসেছে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ২০২০ সালের শুরুতে একই ঘটনা দেখা গিয়েছিল। সেবার চিন থেকে ভারতে ছড়িয়ে পড়েছিল করোনাভাইরাস। এবার মনে করা হচ্ছে, সিঙ্গাপুর থেকে এই ভাইরাস ভারতে ছড়িয়ে পড়েছে।
স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত হওয়া নতুন ব্যক্তিদের খোঁজ পাওয়া যাচ্ছে। এই ভাইরাস ছড়িয়ে পড়া রোখার লক্ষ্যে নজরদারি বাড়ানো হয়েছে। শুরুতেই ভাইরাস চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, কোনও পরিস্থিতিতেই এই ভাইরাসকে হাল্কাভাবে নেওয়া চলবে না। সবাইকে নিজেদের সুরক্ষার দিকে নজর দিতে হবে।
বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাস এড়াতে গেলে এগুলি করা চলবে না-
বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাস এড়াতে গেলে এগুলি করতে হবে-
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।