'২৬ লক্ষ ভারতীয় কাজ করে বাংলাদেশে'! মত সেদেশের আইন উপদেষ্টার, এই বিষয়ে লেখিকা তসলিমার মন্তব্য পেটে খিল ধরাবে

এতটা সামর্থ্য আছে সেদেশের? আমার মনে হয় না। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না হলেও বাংলাদেশের হালুম হালুম আওয়াজ এত জোরে যে মানুষ ভয় পায়। যদিও পরে জানা যায়, এসবই সার্কাস গ্রাউন্ডের ব্যাপার।'

 

শেখ হাসিনার পদত্যাগের পর লেখিকা তসলিমা নাসরিনের পোস্টে বারবার উঠে এসেছে বাংলাদেশের পরিস্থিতির আরও ভয়াবহ চিত্র। প্রতিবাদী লেখিকা ফেসবুক পেজে সেদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বারবার সরব হচ্ছেন। তসলিমাও শেখ হাসিনাকে ছাড়ছেন না, তিনি বাংলাদেশে গঠিত অভ্যন্তরীণ সরকার নিয়ে ব্যঙ্গ করছেন। এবারের তসলিমার পোস্টটি ভারতের কাছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার অনুরোধ নিয়ে। কী লিখেছেন লেখিকা?

তসলিমা নাসরিন লিখেছেন, 'বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের কাছে হাত জোড় করে অনুরোধ করেছেন যাতে চাল, ডাল, লবণ, চিনি, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস ইত্যাদি রপ্তানি বন্ধ না করা হয়। এখন ভারত না শুনলে কী হবে? তাহলে কি, দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ রোধে বাংলাদেশ কি অন্য কোনও দেশ থেকে খাদ্য আমদানি করবে? এতটা সামর্থ্য আছে সেদেশের? আমার মনে হয় না। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না হলেও বাংলাদেশের হালুম হালুম আওয়াজ এত জোরে যে মানুষ ভয় পায়। যদিও পরে জানা যায়, এসবই সার্কাস গ্রাউন্ডের ব্যাপার।'

Latest Videos

তসলিমার এই পোস্ট নেটিজেনদের মন্তব্যে ভরে ওঠে। এক ভারতীয় লিখেছেন, 'বাংলাদেশের ইলিশ না খেলে ভারতের মানুষের কী হবে? কিন্তু ভারত যদি চাল, পেঁয়াজ, চিনি, তেল ইত্যাদি না নেয় তাহলে বাংলাদেশের মানুষের কী হবে এটা ভাবতে হবে সেদেশের সরকার ও জনগণ-কে। এটাই সত্য। এখন কোথায় বাংলাদেশের মানুষ বয়কট করছে?'

আরেকজন লিখেছেন, 'দারুণ। তিনি বাংলাদেশের সত্য তুলে ধরেন। ভারতকে বয়কট করার নাটক, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারতের পরাজয়ের পর ঈদ উদযাপন, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্ব ভারত দখলের হুমকি ইত্যাদি। তারা উদার ও ধর্মনিরপেক্ষ বা নাস্তিক। আমার মনে হয় বাংলাদেশে এদের সংখ্যা সীমিত। স্কুলজীবনে পাঁচজন ছাত্রের অপরাধে ৫০ জন শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় আমরা সমান বিচার চাই।' তসলিমার পোস্টে এমন অনেক মন্তব্য এসেছে।

এখানেই শেষ নয়, আরেকটি পোস্টে তসলিমা তুলে ধরেন বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা ড. তিনি লিখেছেন, "আইন উপদেষ্টা কি বলেছেন যে ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করেন? তিনি সম্ভবত বাংলাদেশি হিন্দুদের ভারতীয় বলে মনে করেন।"

তসলিমার এই পোস্টের নিচে একজন ভারতীয় প্রশ্ন করেছেন, "বাংলাদেশে কি ২৬ লাখ হিন্দু আছে? হিন্দুদের নিয়োগ করা দূরে থাক। বাংলাদেশে কি সত্যিই এত চাকরি আছে?" একজন লিখেছেন, "সম্ভবত না, সেটাই বলেছেন। আমেরিকার টোপ গিলেছেন। বুঝবেন একদিন।" অন্য একজন লিখেছেন, "লোকেরা তালিকাটি দেখতে চায়..." কলকাতার একজন বাসিন্দা লিখেছেন, "দিদি, আমি আপনার মজাদার রসিকতার প্রশংসা করা বন্ধ করতে পারি না, এটি কলকাতার এই কঠিন পরিস্থিতিতেও মুখে হাসি এনেছে!" একজন বাংলাদেশি আবার দাবি করলে আইনি উপদেষ্টা তা বলেননি, অন্য একজন কমেন্ট বক্সে আইনি উপদেষ্টার বক্তব্যের লিঙ্ক পোস্ট করেছেন

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury