২১ অগাস্ট ভারত বনধ! বন্ধ থাকবে স্কুল কলেজ রাস্তাঘাট? জোরাল ধর্মঘটের ডাক দেশ জুড়ে

২১ অগাস্ট ভারত বনধ! বন্ধ থাকবে স্কুল কলেজ রাস্তাঘাট? জোড়াল ধর্মঘটের ডাক দেশ জুড়ে

Anulekha Kar | Published : Aug 20, 2024 4:08 AM IST / Updated: Aug 20 2024, 09:47 AM IST

২১ তারিখ ভারত বনধ! তফসিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদে এই বনধের ডাক দিয়েছে সংরক্ষণ বাঁচাও সংঘর্ষ সমিতি।

সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ২০২৪ সালের ১ আগস্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। তারা রাজ্যগুলিকে তফসিলি জাতি ও উপজাতি গোষ্ঠীর মধ্যে উপ-বিভাগ তৈরি করার অনুমতি দিয়ে বলেছে, "যাদের সত্যই প্রয়োজন তাদের সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত।

Latest Videos

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তই ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। এবং ভারত বনধ ডেকেছে দিয়েছে বসংরক্ষণ বাঁচাও সংঘর্ষ সমিতি। সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তা প্রত্যাহারের দাবি তোলাই এই ভারত বনধের মূল উদ্দেশ্য বলে জানা গিয়েছে। এই বনধ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সমর্থন পাবে বলেই মনে করছে সংরক্ষণ বাঁচাও সংঘর্ষ সমিতি।

অন্যদিকে ভারত বনধের প্রস্তুতি ও বনধ চলাকালীন সম্ভাব্য হিংসা রোধ করতে শীর্ষ পুলিশ আধিকারিকরা একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বিশেষ বৈঠক করেন।

এই সভায় যোগ দিয়েছিলেন সকল বিভাগীয় কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বরাষ্ট্র

এ বছর ভারত বনধ এই প্রথম নয়। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে কৃষক সংগঠনগুলি তাদের দাবিতে ১৬ ফেব্রুয়ারি বনধের আয়োজন করে। তবে ভারতের বেশিরভাগ অংশে এর তেমন প্রভাব না পড়লেও কৃষকদের আন্দোলনের কারণে পাঞ্জাব ও হরিয়ানায় প্রভাব ফেলেছিল এই বনধ।

Share this article
click me!

Latest Videos

‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024