দারুণ খবর! এখন থেকে সপ্তাহে ৩ দিন ছুটি দিতেই হবে যে কোনও অফিসে, কড়া আইন বেঁধে দিতে চলেছে কেন্দ্র

দারুণ খবর! এখন থেকে সপ্তাহে ৩ দিন ছুটি দিতেই হবে যে কোনও অফিসে, কড়া আইন বেঁধে দিতে চলেছে কেন্দ্র

Anulekha Kar | Published : Feb 4, 2025 11:34 AM
19

এবার সপ্তাহে ছুটি থাকবে টানা তিনদিন? চারদিন করতে হবে কাজ। দারুণ নিয়ম জারি করছে কেন্দ্রীয় সরকার।

29

এবার টানা তিনদন ছুটি থাকবে যেকোনও অফিসে। চারদিন করতে হবে কাজ। তাতেই মিলবে ৭২ ঘণ্টার ছুটি।

39

সম্প্রতি এমনই নিয়ম আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। আসতে চলেছেন নতুন শ্রম আইন। যার দরুণ এবার শান্তিতে কিছুটা সময় পরিবারকে দিতে পারবেন কর্মীরা।

49

তবে এর জন্য বাকি চার দিন ১১ ঘণ্টার বেশি সময় ধরে কাজ করতে হতে পারে। অধিক ২ দিনের কাজ এই চারদিনে পুশিয়ে দিতে হবে কর্মীদের।

59

বহুদিন ধরেই তিনদিন ছুটির জন্য আর্জি জানিয়েছিলেন বেসরকারি ও কর্পোরেট সংস্থার কর্মীরা। সারা সপ্তাহ কাজের পরে মাত্র এক দিনের ছুটিতে কোনও কাজই ঠিক করে হয় না বলে এমন দাবি ছিল।

69

এবার সেই দাবি মেটাতে চলেছে কেন্দ্রীয় সরকার। আসতে চলেছে কাজের নতুন নিয়ম। এরফলে আনন্দের সঙ্গে খুশি মনেই বেশিক্ষণ কাজ করবেন যে কোনও সংস্থার কর্মীরা।

79

এই নতুন নিয়ম লাগু হলে কমে যাবে লিভ নেওয়ার প্রবণতাও। এমনকী মেডিক্যাল কারণে নেওয়া ছুটিও বেশ অনেকটা কমবে বলে আশা করা যাচ্ছে।

89

যত তাড়াতাড়ি সম্ভব এই নিয়ম লাগু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। দুর্দান্ত সুখবর আসতে চলেছে সবার জন্য।

99

সারা সপ্তাহের কাজ মিটিয়ে পরিবারকে যারা সময় দিতে পারেন না এই নতুন নিয়ম আসার পরে নিজের পরিবারকে বেশ খানিকটা সময় দিতে পারবেন সেই সম কর্মীরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos