কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে, যার ফলে কর্মীদের বেতন ও ভাতা বৃদ্ধি পাবে। নতুন কমিশনের ফলে বিভিন্ন স্তরের কর্মীদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।
এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা সপ্তম বেতন কাঠামোয় বেতন ও ভাতা পাচ্ছেন যা কার্যকর হয়েছিল ২০১৬ সালে।
211
কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে। যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন-সহ বৃদ্ধি হবে ভাতা।
311
কেন্দ্রীয় সরকারি কর্মচারি ও পেনশনভোগী কনফেডারেশন কেন্দ্রের কাছে যে প্রস্তাব দিয়েছে তাতেই বদলে যেতে পারে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ।
411
আগামী বছর থেকেই কার্যকর হবে এই কমিশন। ফলে মোটা বেতন ও ভাতা হাতে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারি ও পেনশনভোগীরা।
511
সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭, যা লেভেল ওয়ান-এ বেতন ৭০০০ টাকা ষষ্ঠ বেতন কমিশনের অধীনের থেকে ১৮০০০-এ বৃদ্ধি করেছে।
611
ভেল ১০, যার মধ্যে রয়েছে গ্রুপ এ অফিসার যেমন সিভিল সার্ভিসে এন্ট্রি-লেভেল অফিসাররা যাদের বেসিক পে ৫৬১০০ টাকা বেসিক বেতন সহ তাদের বেতন ১,৬০,৪৪৬ টাকা হতে পারে , যা ১,০৪,৩৪৬ টাকা বৃদ্ধি হতে পারে ।
711
৫৩,১০০ টাকা বেসিক বেতন-সহ লেভেল নাইন এর ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এবং অ্যাকাউন্টস অফিসারদের এটি ৯৮,৭৬৬ টাকা বৃদ্ধি করে ১,৫১,৮৬৬ -টাকা হতে পারে।
811
যাদের বেসিক পে ৪৭,৬০০ টাকা বেসিক পে তাদের লেভেল ৮ সিনিয়র সেকশন অফিসার এবং সহকারী অডিট অফিসারদের ৮৮,৫৩৬ বৃদ্ধি পেয়ে ১,৩৬,১৩৬ টাকা -বৃদ্ধি পেতে পারে ।
911
লেভেল ওয়ান এর মধ্যে পিয়ন, অ্যাটেনডেন্ট এবং সাপোর্ট স্টাফ রয়েছে।১৮,০০০ -এর মূল বেতন, ৫১,৪৮০ -এ সংশোধন করা হবে বলে আশা করা হচ্ছে , যা ৩৩,৪৮০ টাকা বৃদ্ধি হতে পারে ।
1011
ফলে বোঝাই যাচ্ছে যে, অষ্টম বেতন কমিশন কার্যকর হলে প্রতিটি স্তরের কর্মীদের বেশ বাড়তি টাকা হাতে আসবে।
1111
এর ফলে যেমন কর্মীদের লাভ সেরকমই পেনশনভোগীরাও লাভবান হবেন।