ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে মোদী সরকার। এর ফলে বিপুল পরিমাণে বেতন ও পেনশন বাড়বে কর্মীদের।
অষ্টম বেতন কমিশন গঠিত হলে কোন স্তরের কর্মীদের কত শতাংশ বেতন বাড়বে তা নিয়ে সকলের মনেই রয়েছে প্রশ্ন। জেনে নিন বিস্তারিত।
অষ্টম বেতন কমিশন গঠিত হলে পিওন, পরিচারক, সহায়ক কর্মীদের মূল বেতন ১৮,০০০ টাকা থেকে পরিবর্তিত হয়ে হতে পারে ৫১,৪৮০ টাকা।
ক্লার্কের বেতন ১৯,৯০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ববে ৫৬,৯১৪ টাকা। অর্থাৎ ৩৭,০১৪ টাকা বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে।
পুলিশ ও সরকারি কনস্টেবল এবং দক্ষ কর্মীদের বেতন বাড়বে। তাদের বেসিক ২১,৭০০ থেকে বেড়ে হবে ৬২,০৬২ টাকা। অর্থাৎ বেতন বাড়বে ৪০,৩৬২ টাকা।
স্টেনোগ্রাফার ও জুনিয়র ক্লার্কের মূল বেতন ২৫,৫০০ থেকে বেড়ে হতে পারে ৪৭,৪৩০ টাকা।
সিনিয়র ক্লার্ক ও উচ্চ স্তরের টেকনিশিয়ান স্টাফদের বেসিক ২৯,২০০ টাকা থেকে বেড়ে হবে ৮৩,৫১২ টাকা।
পরিদর্শক বা সাব ইন্সপেক্টরদের ন্যূনতম মবেতন ৩৫,৪০০ থেকে বেড়ে হবে ১,০১,২৪৪ টাকা।
তেমনই সুপারিনটেডেন্ট, সেকশন অফিসার এবং সহকারী টেকনিশিয়ানদের বেসিক বেতন ৪৪,৯০০ টাতা থেকে বেড়ে হবে ৮৩,৫১৪ টাকা।
সিনিয়র সেকশন অফিসার ও সহকারী অডিট অফিসারদের বেসিক বেতন ৪৭,৬০০ থেকে বেড়ে ববে ৮৮,৫৩৬ টাকা।
Sayanita Chakraborty