8th pay commission: ক্লার্ক থেকে টেকনিশিয়ান- জেনে নিন কোন স্তরের কর্মীদের কত টাকা বেতন বাড়বে

Published : Feb 04, 2025, 10:28 AM IST

অষ্টম বেতন কমিশন গঠনের ফলে বিভিন্ন স্তরের সরকারি কর্মীদের বেতন ও পেনশন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। পিওন থেকে শুরু করে সুপারিনটেডেন্ট পর্যন্ত সকলের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

PREV
110

ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে মোদী সরকার। এর ফলে বিপুল পরিমাণে বেতন ও পেনশন বাড়বে কর্মীদের।

210

অষ্টম বেতন কমিশন গঠিত হলে কোন স্তরের কর্মীদের কত শতাংশ বেতন বাড়বে তা নিয়ে সকলের মনেই রয়েছে প্রশ্ন। জেনে নিন বিস্তারিত।

310

অষ্টম বেতন কমিশন গঠিত হলে পিওন, পরিচারক, সহায়ক কর্মীদের মূল বেতন ১৮,০০০ টাকা থেকে পরিবর্তিত হয়ে হতে পারে ৫১,৪৮০ টাকা।

410

ক্লার্কের বেতন ১৯,৯০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ববে ৫৬,৯১৪ টাকা। অর্থাৎ ৩৭,০১৪ টাকা বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে।

510

পুলিশ ও সরকারি কনস্টেবল এবং দক্ষ কর্মীদের বেতন বাড়বে। তাদের বেসিক ২১,৭০০ থেকে বেড়ে হবে ৬২,০৬২ টাকা। অর্থাৎ বেতন বাড়বে ৪০,৩৬২ টাকা।

610

স্টেনোগ্রাফার ও জুনিয়র ক্লার্কের মূল বেতন ২৫,৫০০ থেকে বেড়ে হতে পারে ৪৭,৪৩০ টাকা।

710

সিনিয়র ক্লার্ক ও উচ্চ স্তরের টেকনিশিয়ান স্টাফদের বেসিক ২৯,২০০ টাকা থেকে বেড়ে হবে ৮৩,৫১২ টাকা।

810

পরিদর্শক বা সাব ইন্সপেক্টরদের ন্যূনতম মবেতন ৩৫,৪০০ থেকে বেড়ে হবে ১,০১,২৪৪ টাকা।

910

তেমনই সুপারিনটেডেন্ট, সেকশন অফিসার এবং সহকারী টেকনিশিয়ানদের বেসিক বেতন ৪৪,৯০০ টাতা থেকে বেড়ে হবে ৮৩,৫১৪ টাকা।

1010

সিনিয়র সেকশন অফিসার ও সহকারী অডিট অফিসারদের বেসিক বেতন ৪৭,৬০০ থেকে বেড়ে ববে ৮৮,৫৩৬ টাকা।

click me!

Recommended Stories