আবার যোগী-রাজ্যে এনকাউন্টার! এবার ৩ খালিস্তানি জঙ্গি খতম পঞ্জাব-উত্তরপ্রদেশ পুলিশের যৌথ অভিযানে

Published : Dec 23, 2024, 10:19 AM IST
3 Khalistani terrorists killed in UP encounter they attacked Punjab bsm

সংক্ষিপ্ত

পুলিশ সূত্রের খবর উত্তরুপ্রদেশ ও পঞ্জাব পুলিশের যৌথ উদ্যোগেই চলে অভিযান। পুলিশ তিন খালিস্তানি জঙ্গিকে গ্রেফতার করার চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু পাল্টা জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় 

আবার যোগী রাজ্যে এনকাউন্টার। তবে আবার অভিযুক্তরা উত্তরপ্রদেশের নয়, পঞ্জাবের। পঞ্জাবের গুরুদাসপুরে একটি পুলিশ পোস্টে গ্রেনেড চালানোর অভিযোগে অভিযুক্ত তিন জঙ্গিকে উত্তরপ্রদেশের পিলভিটে নিকেষ করল পুলিশ। সূত্রের খবর পুলিশের সঙ্গে দীর্ঘ সময় ধরেই গুলির লড়াই হয়েছে জঙ্গিদের। গতকাল রাতেই তিন খালিস্তানি জঙ্গি নিহত হয়েছে।

পুলিশ সূত্রের খবর উত্তরুপ্রদেশ ও পঞ্জাব পুলিশের যৌথ উদ্যোগেই চলে অভিযান। পুলিশ তিন খালিস্তানি জঙ্গিকে গ্রেফতার করার চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু পাল্টা জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। নিহতরা হল গুরবিন্দর সিং, বীরেন্দ্র সিং এবং জসানপ্রীত সিং। নিহতদের কাছ থেকে একে সিরিজের দুটি রইফেল ও প্রচুর পরিমাণ গুলি, গ্লক পিস্তল উদ্ধার করা হয়েছে।

পঞ্জাব পুলিশ জানিয়েছে, তিন জনই খালিস্তানি জঙ্গি। তারা পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত খালিস্তান জিন্দাবাদ ফোর্সের সক্রিয় সদস্য নিহত জঙ্গরা পঞ্জাবের সীমান্ত এলাকায় একটি পুলিশ চৌকি লক্ষ্য করে গ্রেনেড হামলা করেছিল। পিলভিট ও পঞ্জাব পুলিশের যৌথ উদ্যোগে যৌথ অভিযানেই জঙ্গিদের হত্যা করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি প্রশান্ত কুমার জানিয়েছেন, দুই রাজ্যের পুলিশের জন্যই একটি বড় সাফল্য।

এক সপ্তাহের মধ্যে পঞ্জাবে তিনটি থানা টার্গেট হয়েছে জঙ্গিদের। পঞ্জাব পুলিশের অনুমান এইঘটনার সঙ্গে যুক্ত খালিস্তানি জঙ্গিরা। , মঙ্গলবার অমৃতসরের ইসলামাবাদ থানায় একটি বিস্ফোরণ ঘটেছে। বকশিওয়াল পুলিশ পোস্টের বাইরেও বিস্ফোরণ হয়েছিল। গুরুদাসপুরে পুলিশ পোস্টে গ্রেনেড হামলা। যদিও এই ঘটনায় কোনও পুলিশ কর্মী আহত হয়নি। মৃত্যু হয়নি কারও। সূত্রের খবর, তিন জঙ্গি গুরুদাসপুর থেকে প্রায় ৭৫০ কিলোমিটার দূর থেকে এসেছিল। সেখানে শিখ সম্প্রদায়ের একটি জনবসতি রয়েছে। সেখানেই ঘাঁটি তৈরি করেছিল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

গোয়ার নাইট ক্লাবে আগুনে পুড়ে মৃত ২৫, গ্রেফতার ৪, জানালেন প্রমোদ সাওয়ান্ত
বাংলায় বাবরি মসজিদ? ফুঁসছেন সাধ্বী ঋতম্বরা, বাগেশ্বর বাবা, দেবকিনন্দন ঠাকুর ও মৌলনা ইয়াসুব