Firing at Bhatinda: পঞ্জাবের ভাটিন্ডার সামরিক ছাউনিতে আচমকাই গুলিবৃষ্টি, ঘটনায় মৃত চার

১২ এপ্রিল, বুধবার ভোট সাড়ে চারটে নাগাদ গুলি চলে পঞ্জাবের ভাটিন্ডার সামরিক ছাউনিতে। ঘটনায় গুলিবিদ্ধ হয় মৃত্যু হয় চার জওয়ানের।

Web Desk - ANB | Published : Apr 12, 2023 5:24 AM IST / Updated: Apr 12 2023, 11:22 AM IST

বুধবারের সকালেই দুঃসংবাদ। পঞ্জাবের ভাটিন্ডার সামরিক ছাউনিতে আচমকাই গুলিবৃষ্টি। ঘটনায় মৃত চার। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। আচমকাই গুলি চলার ঘটনায় শোরগোল সেনা ছাউনিতেও। জানা যাচ্ছে ১২ এপ্রিল, বুধবার ভোট সাড়ে চারটে নাগাদ গুলি চলে পঞ্জাবের ভাটিন্ডার সামরিক ছাউনিতে। ঘটনায় গুলিবিদ্ধ হয় মৃত্যু হয় চার জওয়ানের। কে বা কারা এই কাজের সঙ্গে যুক্ত সেবিষয় পরিষ্কার করে কিছুই জানা যায়নি। তবে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

সেনার তরফে জারি হওয়া বিবৃতি অনুসারে, 'বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ সেনা ছাউনিতে গুলি চলে। সঙ্গে সঙ্গে মোতায়েন করা হয় 'ক্যুইক রিঅ্যাকশন টিম'। গোটা এলাকা ঘিরে ফেলে চলছে তল্লাশি অভিযান। চার জনের মৃত্যু হয়েছে।' ভাটিন্ডার এসএসপি গুলনীত খুরানা জানিয়েছেন, প্রাথমিক সন্দেহ সেনা জওয়াদের দিকেই যাচ্ছে। ধারণা করা হচ্ছে কোনও সেনা জওয়ানই গুলি চালিয়েছে এবং তাতেউ বাকিরা গুলিবিদ্ধ হয়েছে।

Latest Videos

 

 

বিস্তারিত আসছে….

Share this article
click me!

Latest Videos

'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar
'তৃণমূল নেতারা দু-তিন বার বাড়ি পেলেও বারবার আমরা বঞ্চিত' ক্ষোভে ফুসছে মুর্শিদাবাদবাসী
অন্ধকারে মশাল হাতে আগমেশ্বরী মাতার নিরঞ্জন! Shantipur-এর রাজপথে ভক্তদের জোয়ার | Kali Puja 2024