Firing at Bhatinda: পঞ্জাবের ভাটিন্ডার সামরিক ছাউনিতে আচমকাই গুলিবৃষ্টি, ঘটনায় মৃত চার

Published : Apr 12, 2023, 10:54 AM ISTUpdated : Apr 12, 2023, 11:22 AM IST
firing

সংক্ষিপ্ত

১২ এপ্রিল, বুধবার ভোট সাড়ে চারটে নাগাদ গুলি চলে পঞ্জাবের ভাটিন্ডার সামরিক ছাউনিতে। ঘটনায় গুলিবিদ্ধ হয় মৃত্যু হয় চার জওয়ানের।

বুধবারের সকালেই দুঃসংবাদ। পঞ্জাবের ভাটিন্ডার সামরিক ছাউনিতে আচমকাই গুলিবৃষ্টি। ঘটনায় মৃত চার। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। আচমকাই গুলি চলার ঘটনায় শোরগোল সেনা ছাউনিতেও। জানা যাচ্ছে ১২ এপ্রিল, বুধবার ভোট সাড়ে চারটে নাগাদ গুলি চলে পঞ্জাবের ভাটিন্ডার সামরিক ছাউনিতে। ঘটনায় গুলিবিদ্ধ হয় মৃত্যু হয় চার জওয়ানের। কে বা কারা এই কাজের সঙ্গে যুক্ত সেবিষয় পরিষ্কার করে কিছুই জানা যায়নি। তবে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

সেনার তরফে জারি হওয়া বিবৃতি অনুসারে, 'বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ সেনা ছাউনিতে গুলি চলে। সঙ্গে সঙ্গে মোতায়েন করা হয় 'ক্যুইক রিঅ্যাকশন টিম'। গোটা এলাকা ঘিরে ফেলে চলছে তল্লাশি অভিযান। চার জনের মৃত্যু হয়েছে।' ভাটিন্ডার এসএসপি গুলনীত খুরানা জানিয়েছেন, প্রাথমিক সন্দেহ সেনা জওয়াদের দিকেই যাচ্ছে। ধারণা করা হচ্ছে কোনও সেনা জওয়ানই গুলি চালিয়েছে এবং তাতেউ বাকিরা গুলিবিদ্ধ হয়েছে।

 

 

বিস্তারিত আসছে….

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি