তাপপ্রবাহের জেরে চরম ভোগান্তি, ফোন নম্বর চালু করে নয়া গাইডলাইন জারি করল কেন্দ্র সরকার

তীব্র গরমে কাজ করতে গিয়ে হাঁসফাঁস করছেন সমস্ত অফিসের কর্মীরা। তাঁদের সুবিধার জন্য বিশেষ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় মানব স্বাস্থ্য দফতর।

বৈশাখ মাস শুরুর আগেই গরমের দাপটে অস্থির ভারতবাসী। কলকাতা সহ সমস্ত জেলা এবং বড় শহরগুলিতে চলছে তীব্র দাবদাহ। এরইমধ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে বিশেষ অ্যাডভাইজারি জারি করল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় জলবায়ু পরিবর্তন এবং মানব স্বাস্থ্য সম্পর্কিত বিভাগের তরফে নয়া গাইডলাইন জারি করা হয়েছে। প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে কী করা উচিত, আর কী করা যাবে না, তা নিয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশিকায়। যাঁরা বিভিন্ন অফিসে কাজ করছেন, তাঁদের জন্যও দেওয়া হয়েছে একাধিক নির্দেশ। প্রত্যেক কর্মস্থলে সর্বক্ষণের জন্য ঠাণ্ডা পানীয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দাবদহের হাত থেকে বাঁচতে প্রতি ২০ মিনিট অন্তর ঠান্ডা জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পারতপক্ষে রোদ এড়িয়ে যেতে বলা হয়েছে। প্রত্যেকটি কর্মক্ষেত্রে শেডের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। খোলা আকাশের নীচে কাজ করতে হলে কর্মীদের জন্য সাময়িকভাবে শেডের ব্যবস্থা করতে হবে বলে জানানো হয়েছে।

বাইরে কাজ করতে হলে রোদ্দুর এড়ানোর জন্য কর্মীদের সকালের দিকে বা সন্ধ্যার দিকে, রোদের দাপট কম থাকাকালীন কাজে পাঠানোর কথা বলা হয়েছে। কর্মক্ষেত্রে ওয়েদার আপডেট দেখানোর ডিসপ্লে বোর্ড লাগানোর পরামর্শ দিয়েছে কেন্দ্র। তীব্র গরমে শারীরিক পরিশ্রমের কাজ করতে হলে প্রতি ১ ঘণ্টা অন্তর ৮ মিনিটের ব্রেক নিতে হবে। আবহাওয়ার সাম্প্রতিক আপডেট জেনে সবসময় কাজের শিডিউল ঠিক করতে হবে। তাপপ্রবাহের কারণে কোনওরকম শারীরিক অসুস্থতা দেখা দিলে তৎক্ষণাৎ নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। আগে থেকেই এ বিষয়ে কথা বলে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Latest Videos

কোনও কর্মীর আগে থেকে কোনও শারীরিক সমস্যা থাকলে বা কোনও গর্ভবতী মহিলাকে বর্তমান সময়ে কাজ করতে হলে তাঁকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে কাজ করতে হবে। এই সময়ে কাজ করা তাঁদের স্বাস্থ্যের পক্ষে উপযুক্ত কিনা, সেই বিষয়ে আলোচনা করা প্রয়োজন। আউটডোরে কাজ করতে হলে কর্মীদের হালকা রঙের ফুল স্লিভ জামা পরে কাজ করা ভালো হবে। এই বিষয়ে কর্মচারীদের জন্য সচেতনতা শিবিরের আয়োজন করতে হবে। যে কোনও সমস্যায় সাহায্যের জন্য ১০৮ বা ১০২ নম্বরে ফোন করারও পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-
এসএফআই ডিওয়াইএফআই-এর মিছিল ঘিরে রণক্ষেত্র বারাসাত, পুলিশের সঙ্গে প্রবল সংঘর্ষে জড়িয়ে পড়লেন বাম ছাত্রযুবরা
কানাডায় যেতে গিয়ে বিমানের মধ্যে ঘৃণ্য আচরণ যুবকের, দিল্লি থেকে উড়ে গিয়েও শেষমেশ দিল্লিতেই ফিরল বিমান

আরও একবার হতাশ হলেন রাজ্য সরকারি কর্মীরা, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News