দিল্লিতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা কিছুতেই বন্ধ হচ্ছে না। প্রকাশ্য দিবালোকে এক তরুণীর উপর ছুরি নিয়ে হামলার ঘটনার পর আরও একটি নৃশংস ঘটনা প্রকাশ্যে এল।
গৃহশিক্ষকের বাড়িতে পড়তে গিয়ে ভয়ঙ্কর ঘটনার সামনে পড়তে হল ৪ বছরের একটি মেয়েকে। দিল্লির পাণ্ডব নগরে এই ঘটনা ঘটেছে। শিক্ষকের অনুপস্থিতিতে তার ভাই মেয়েটির উপর যৌন নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ। সে মেয়েটিকে হুমকিও দেয় বলে অভিযোগ। মেয়েটি তার বাবা-মাকে জানিয়েছে, শিক্ষকের ভাই অত্যাচার চালানোর পর তাকে বলে, কাউকে এই ঘটনার কথা জানালে খারাপ পরিণতি হবে। তবে অসুস্থ হয়ে পড়ায় বাবা-মাকে এই ঘটনার কথা জানায় মেয়েটি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বাড়ির বাইরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। সেখানে থাকা একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে পুলিশ
দিল্লি পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, '৪ বছর বয়সি একটি মেয়েকে যৌন নির্যাতন করা হয়েছে। মেয়েটির গোপনাঙ্গে আঘাত রয়েছে। অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে পকসো আইনে এবং ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।' দিল্লি পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'মেয়েটি সম্পূর্ণ সুস্থ আছে। তাকে এইমসে পাঠানো হয়েছে। কারণ, লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালের তুলনায় এইমসে শিশুদের চিকিৎসার জন্য আরও ভালো ব্যবস্থা রয়েছে। মেয়েটির সঙ্গে তার বাবা-মা আছেন। মেয়েটির কাউন্সেলিং করা হচ্ছে।'
শান্তি ফেরানোর লক্ষ্যে পুলিশ
পূর্ব দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার সাগর সিং কলসি জানিয়েছেন, ‘আজ কিছু গুজব রটানো হচ্ছে যে পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনও ব্যবস্থা নিচ্ছে না। হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেসেজ পাঠানো হচ্ছে। অভিযুক্তর বাড়িতে ভাঙচুরও চালানো হয়েছে। পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন. এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
খাস কলকাতার বুকে ফের ধর্ষণ! মুসলিম যুবকের হাতে ধর্ষিতা পানশালার গায়িকা
হোটেল দেখানোর নামে তরুণীকে ধর্ষণ দিঘায়! সঙ্গীর চোখের সামনে চলল অকথ্য যৌন অত্যাচার