'মোদী সরকার স্বচ্ছ ইলেকশন করেনি,উত্তরপ্রদেশ রেজাল্ট নিয়ে তাই আত্মসন্তুষ্টি হওয়ার মতো কিছু নেই বিজেপির', ৫ রাজ্যের নির্বাচনের ফলাফলের গেরুয়া শিবিরকে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।
'মোদী সরকার স্বচ্ছ ইলেকশন করেনি,উত্তরপ্রদেশ রেজাল্ট নিয়ে তাই আত্মসন্তুষ্টি হওয়ার মতো কিছু নেই বিজেপির', ৫ রাজ্যের নির্বাচনের ফলাফলের গেরুয়া শিবির তথা প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim) ।
'উত্তরপ্রদেশ নিয়ে আত্মসন্তুষ্টি হওয়ার মতো কিছু নেই বিজেপির'
এদিন উত্তরপ্রদেশে নির্বাচনের ফলাফল নিয়ে ফিরহাদ বলেন, 'উত্তরপ্রদেশে এখনও কাউন্টিং চলছে। উত্তরপ্রদেশে অনেক রকম ব্যাপার আছে। কিন্তু ২৪ শে এ ফলাফল হবে না ।আমরা লড়াই করব মোদী হাটাও, দেশ বাঁচাও। মোদী সরকার স্বচ্ছ ইলেকশন করেনি। উত্তরপ্রদেশ রেজাল্ট নিয়ে তাই আত্মসন্তুষ্টি হওয়ার মতো কিছু নেই বিজেপির।' প্রসঙ্গত, এদিন সকাল থেকেই উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিকে পিছনে ফেলে এগিয়ে চলে বিজেপি। গণনা শুরুর পর সকাল নটা নাগাদ উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ব্যবধান বাড়িয়ে এগিয়ে যাওয়া শুরু করেন বিজেপি হয়ে যোগী আদিত্যনাথ। শুরুতেই পিছিয়ে থাকেন সপার অখিলেশ যাদব। খবর আসে তখন ২১৪টি আসনে এগিয়ে যায় বিজেপি। সমাজবাদী পার্টি তখন এগিয়ে ১০২টি আসনে, বিএসপি এগিয়ে ৮টি আসনে, কংগ্রেস এগিয়ে ৪টি আসনে এবং অন্যান্যরা এগিয়ে ৩টি আসনে থাকে। এদিকে বেলা এগোরটা বেরোতেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিপুল আসনে এগোতে শুরু করে পদ্ম শিবির।৩০৮টি আসনে এগিয়ে যায় বিজেপি। এবং হাড্ডাহাড্ডি লড়াই করলেও ৮৪টি আসনে এগোয় সমাজবাদী পার্টি। আর দুপুর পেরোতেই বিজেপির সঙ্গে সপার সেই সংখ্যাটার ব্যবধান বাড়তেই থাকে। ইতিমধ্যেই বিজয় মিছিলে ছেয়েছে শহরের রাস্তাঘাট।
'কংগ্রেসের উচিত তৃণমূলের সঙ্গে এক হওয়া'
অপরদিকে চলতি নির্বাচনে গোয়ার ভোট তৃণমূলের কাছে খুবই গরুত্বপূর্ণ ছিল। যদিও আশানুরুপ ফল করতে পারেনি কংগ্রেসও। সকাল সাড়ে নটার দিকে পোস্টাল ব্যালটের গণনা শুরু হতেই প্রাথমিক ট্রেন্ডে দেখা যায় তৃণমূল-এমজিপি জোট চারটি আসনে এগিয়ে গোয়ায়। কিন্তু বেলা পেরোতেই দেখা যায় কংগ্রেস সহ সবাইকে পিছনে ফেলে ঝোড়ো ইনিংস খেলে বিজেপি। গোয়ার ইস্যুতে তিনি এদিন বলেন, 'গোয়ার দায়িত্বে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়া ফলাফলের ওপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেবে অভিষেক প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবে।' তবে ৫ রাজ্যের নির্বাচনে কংগ্রেসের খারাপ ফলাফল নিয়ে কথা বলতে গিয়ে তৃণমূলের সঙ্গে এক হয়ে যাওয়ার কথা শোনালেন ফিরহাদ। তিনি এদিন বলেন, 'কংগ্রেস দুর্ভাগ্যজনকভাবে শেষ হয়ে গেল এত পুরনো এত একটা দল কিভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কংগ্রেসের উচিত নিজেদের অস্তিত্ব রক্ষায় তৃণমূলের সঙ্গে হয়ে যাওয়া। গান্ধীবাদ ও সুভাষ বাদ নিয়ে একসঙ্গে লড়াই করা।'
আরও পড়ুন, গোয়ায় কি তৃণমূল ফ্যাক্টর হবে, গণনার মাঝেই বার্তা দিলীপের