তাইকন্ডোতে মুন্সিয়ানা, বিশ্বরেকর্ড গড়ল হায়দরাবাদের ৫ বছরের খুদে

 

  • হায়দরাবাদের ৫ বছরের খুদের বিশ্বরেকর্ড
  • এক ঘণ্টায় ১২০০টিরও বেশি নি স্ট্রাইক
  • নাম উঠল  গিনেস বুকে
  • আরও বিশ্বরেকর্ডের লক্ষ্য 

Asianet News Bangla | Published : Jan 14, 2020 8:34 AM IST / Updated: Jan 14 2020, 02:27 PM IST

হায়দরবাদের ৫ বছরের খুদে আসমান তানেজা। এই বয়সেই তাইকন্ডোতে তার কেরামতিতে মাত গোটা দুনিয়া।  ইতিমধ্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে নিয়েছে হায়দরাবাদের এই শিশুটি।

আরও পড়ুন: বিশ্বে প্রথমবার ঘটল এমন ঘটনা, কৃত্রিম প্রজননে জন্ম হল বিরল প্রজাতির হাড়গিলা পাখির

এই অল্প বয়সেই  আসমান তানেজা এক ঘণ্টা ধরে সবচেয়ে বেশিবার ফুল কন্টাক্ট নি স্ট্রাইক করে বিশ্বরেকর্ড গড়ে ফেলল। এক ঘণ্টায় ১২০০টিরও বেশি নি স্ট্রাইক করেছে সে। আর সেই কারণেই গিনেস বুকেও নাম তুলে নিয়েছে হায়দারবাদের এই খুদে।

 

 

খুব ছোট বয়েস থেকেই তাইকোন্ডায় পাঠ নেওয়া শুরু আসমানের। কিন্তু মাত্র ৫ বছরেই তার মুন্সিয়ানার অবাক সকলে। যা শিখতে আর পাঁচজন সাধারণ খেলোযাড়ের  বছরের পর বছর লেগে যায় তাই পাঁচ বছর বয়সে অনায়াসে করে দেখাচ্ছে সে। বিস্ময় বালক আসমান ইতিমধ্যে আমেরিয়ায় গিয়ে ওয়ার্ল্ড তাইকন্ডো প্রতিযোগিতায় রুপোর পদকও দিতে এসেছে। 

আরও পড়ুন: বিশ্বে প্রথমবার ঘটল এমন ঘটনা, কৃত্রিম প্রজননে জন্ম হল বিরল প্রজাতির হাড়গিলা পাখির

দিদিকে দেখেই তাইকন্ডোতে আগ্রত তৈরিহয়েছে আসমানের। দিদিরও এই বিষয় দুটি বিশ্বরেকর্ড রয়েছে। দিদিই যে তার অনুপ্রেরণা তা নির্বাকার ভাবেই জানাচ্ছে এই বিস্ময় বালক। ভবিষ্যতে আরও একটি বিশ্বরেকর্ড গড়তে চায় ছেলে। সেই কারণে কঠের পরিশ্রম চালাচ্ছে বলে জানালেন আসমানের গর্বিত বাবা আশিস তানেজা।

Share this article
click me!