সিমলিপালে তুষারপাত, জঙ্গলে ছড়িয়ে সাদা আস্তরণ

এবার দেশের প্রতিটি রাজ্যেই শীত পড়েছে জাঁকিয়ে। ওড়িশাতেও অনুভূত হচ্ছে কনতনে ঠান্ডা। এরমধ্যেই ময়ূরভঞ্জের সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে দেখা গেল সাদা আস্তরণ। যাকে প্রথমে দেখলে বরফ বলেই মনে হচ্ছে। রোজ সকালে এমনই সাদা বরফের আস্তরণে ঢেকে থাকছে এলাকা। 

Share this Video

এবার দেশের প্রতিটি রাজ্যেই শীত পড়েছে জাঁকিয়ে। ওড়িশাতেও অনুভূত হচ্ছে কনতনে ঠান্ডা। এরমধ্যেই ময়ূরভঞ্জের সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে দেখা গেল সাদা আস্তরণ। যাকে প্রথমে দেখলে বরফ বলেই মনে হচ্ছে। রোজ সকালে এমনই সাদা বরফের আস্তরণে ঢেকে থাকছে এলাকা। তবে বরফ পড়ার মতো তাপমাত্রা সিমলিপালে এখনও নামেনি। তবে বন বিভাগের কর্তা ও পিরবেশ বিজ্ঞানীরা জানাচ্ছেন এটি বরফ নয়, বরং একে 'ফ্রস্ট' বলা হয়। আতমকা তাপমাত্রা হঠাৎ কমে গেলে অনেক সময়ে জলীয় বাষ্প সূক্ষ্ম বরফের কণা হিসেবে জমলে এমনটা হয়। 

Related Video