বছরটা খুবই ভাল এই সরকারি কর্মীদের জন্য, ডিএ-র সঙ্গে লক্ষ লক্ষ টাকা বেড়েছে গ্র্যাচুইটি

শুধু মহার্ঘ ভাতা নয়, কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে কেন্দ্রের সরকারি কর্মীদের কপাল খুলে গেল। করণ ডিএ ছড়াও আরও একাধিক সুবিধে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

 

Saborni Mitra | Published : Dec 20, 2024 8:45 PM
110
মহার্ঘ ভাতা বৃদ্ধি

সম্প্রতি কেন্দ্রীয় সরকারি মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়েছে। যার কারণে বর্তমানে কেন্দ্রের সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন।

210
আরও সুবিধে

কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের ফলে কিছু কেন্দ্রীয় সরকারি কর্মীরা এবার থেকে অবসরকালীন সুবিধে ও গ্র্যাচুইটি-সহ একাধিক ভাতা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।

310
গ্র্যাচুইটির সীমা বৃদ্ধি

কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের কারণে বিএসএনএল ও এমটিএনএল-এর কর্মীদের গ্র্যাচুইটির সীমান ২০ লক্ষ টাকা থেকে বেড়ে হয়েছে ২৫ লক্ষ টাকা।

410
চলতি বছর জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে

কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই সুবিধেটি চলতি বছর জনুয়ারি থেকেই কার্যকর হয়েছে। কারণ জানুয়ারিতে যখন ডিএ বেড়েছিল তখনই ত ৫০ শতাংশ বেড়েছিল।

510
৩০ মে ঘোষণা

কেন্দ্রীয় সরকার গত ৩০ মে গ্র্যাচুইটির সীমা ২০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করা হয়েছে। এই বৃদ্ধি কার্যকর হয়েছে ১ জানুয়ারি ২০২৪ সাল থেকেই।

610
কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা

কেন্দ্রীয় সরকরের নির্দেশিকা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের কর্মীদের মূল বেতনের ৫০স শতাংশ যখন ডিএ হয় তখন তা ২৫ শতাংশ দ্বারা সংশোধিত হয়।। সেই কারণে ডিএ-র পাশাপাশি গ্র্যাচুইটিও বাড়ে।

710
টেলিকমিউনিকেশন কর্মীদের লক্ষ্মীলাভ

টেলিকমিউনিকেশন বিভাগ, যোগাযোগ মন্ত্রক, BSNL/MTNL শোষকদের জন্য গ্র্যাচুইটির বর্ধিত সর্বোচ্চ সীমা ২০ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ান হয়েছে।

810
অবসরপ্রাপ্তদের সুবিধে

কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে অবসরপ্রাপ্ত কর্মীদেরও সুবিধে হবে। তারাও এই সুবিধে পাবেন।

910
জানুয়ারিতে নতুন ডিএ

আবার কেন্দ্রীয় সরকারি জানুয়ারি মাসে নতুন ডিএ ঘোষণা করতে পারে। কারণ বছরে দুইবার ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার।

1010
অষ্টম বেতন কমিশন

এই বছর অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার কথা রয়েছে। কিন্তু কবে থেকে তা গঠন ও কার্যকর হবে তা এখনও ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos