ওয়েটিং লিস্টে আছে ট্রেনের টিকিট? কীভাবে কনফার্ম করা যাবে? জেনে নিন উপায়

Published : Dec 20, 2024, 04:19 PM IST

দক্ষিণবঙ্গে এখনও শীতের আমেজ সেভাবে না থাকায় অনেকেই ঠান্ডা উপভোগ করতে উত্তরবঙ্গে যাচ্ছেন। কিন্তু ট্রেনে টিকিট পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। বেশিরভাগ ট্রেনেই ওয়েটিং লিস্টে টিকিট। কীভাবে কনফার্ম টিকিট পাবেন জেনে নিন।

PREV
110
উৎসবের সময় বা ছুটির মরসুমে ট্রেনে কনফার্ম টিকিট পাওয়া অত্যন্ত কঠিন

দেশে যখন কোনও উৎসবের মরসুম থাকে, সেই সময় দূরপাল্লার ট্রেনের কনফার্ম টিকিট পেতে কালঘাম ছুটে যায়। এবার শীতকালেও একই ঘটনা দেখা যাচ্ছে।

210
কনফার্ম হবে কি না সে বিষয়ে নিশ্চয়তা না থাকায় অনেকেই ওয়েটিং লিস্টের টিকিট কাটতে চান না

ওয়েটিং লিস্টে থাকা টিকিট শেষপর্যন্ত কনফার্ম হবে কি না, সে বিষয়ে কোনও নিশ্চয়তা থাকে না। এই কারণে অনেকেই কনফার্ম টিকিট না পেলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন বা বিকল্প পথ বেছে নেন।

310
উৎসবের মরসুমে অনেক সময় ট্রেনের টিকিটের ওয়েটিং লিস্ট ৫০০-এর বেশিও হয়ে যায়

ট্রেনের টিকিটের ওয়েটিং লিস্টে যদি ১০০-এর পরে নাম থাকে, তাহলে সেই টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ওয়েটিং লিস্ট ৫০০ হলে তো টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা নেই।

410
বিশেষজ্ঞদের মতে, অন্য কোনও সংস্থার বদলে রেলের নিজস্ব ওয়েবসাইট বা কাউন্টার থেকে বুকিং করাই ভালো

এখন দেশে অনেক সংস্থাই হোটেল, গাড়ির পাশাপাশি ট্রেন, উড়ানের টিকিট বুকিংও করে দেয়। কিন্তু এই সংস্থাগুলি ট্রেনের কনফার্ম টিকিট দিতে পারবে কি না সে বিষয়ে নিশ্চয়তা থাকে না।

510
ওয়েটিং লিস্টে থাকা টিকিট কীভাবে কনফার্ম করা যায়, সে বিষয়ে পরামর্শ দিয়েছে রেল

রেলের পক্ষ থেকে ওয়েটিং লিস্টে থাকা টিকিট কনফার্ম করার জন্য বিশেষ পদ্ধতির কথা জানানো হয়েছে।

610
দুই পদ্ধতির মাধ্যমে ট্রেনের ওয়েটিং লিস্টে থাকা টিকিট কনফার্ম হতে পারে

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি ট্রেনে গড়ে ২১ শতাংশ যাত্রী টিকিট বাতিল করেন। সেক্ষেত্রে ওয়েটিং লিস্টে থাকা টিকিট কনফার্ম হয়ে যায়। স্লিপার কোচে থাকা ৭২ আসনের মধ্যে ১৪ আসন ফাঁকা হয়ে যায়। এছাড়া ৪ থেকে ৫ শতাংশ যাত্রী নানা কারণে নির্দিষ্ট ট্রেনে চড়েন না। ফলে সেই আসনগুলিও ফাঁকা হয়ে যায়।

710
ভারতীয় রেলের পক্ষ থেকে সব ট্রেনেই জরুরি প্রয়োজনে ১০ শতাংশ আসন সরক্ষিত থাকে

চিকিৎসা বা অন্যান্য জরুরি প্রয়োজনের জন্য ভারতীয় রেল সব ট্রেনেই ১০ শতাংশ আসন সংরক্ষণ করে রাখে। এই আসনগুলিতে যদি বুকিং দেওয়া হয়, তাহলে ওয়েটিং লিস্টে থাকা টিকিট কনফার্ম হয়ে যায়।

810
আইআরসিটিসি-র বিকল্প স্কিমে আবেদন করলে কনফার্ম টিকিট পাওয়া যেতে পারে

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও যাত্রী যদি কনফার্ম টিকিট পাওয়ার জন্য আইআরসিটিসি-র বিকল্প স্কিমে আবেদন করেন, তাহলে একই রুটের অন্য ট্রেনে যাত্রা করার সুযোগ পেতে পারেন।

910
ট্রেনেন টিকিট বুকিংয়ের সময় কনফার্ম টিকিট না পেলে তবেই আইআরসিটিসি-র বিকল্প স্কিমে আবেদন করা যায়

আইআরসিটিসি-র বিকল্প স্কিমে আবেদন করলেই যে কনফার্ম টিকিট পাওয়া যাবে, সে বিষয়ে নিশ্চয়তা দিচ্ছে না রেল। তবে সম্ভাবনা থাকছে।

1010
কোনও দূরপাল্লার ট্রেনে ওয়েটিং লিস্টে কত নাম্বারে নাম থাকলে টিকিট কনফার্ম হতে পারে?

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি কামরায় ১৮টি করে ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হতে পারে। ফলে কামরায় যাত্রী সংখ্যা অনুযায়ী ওয়েটিং লিস্টের তালিকা দেখে নিতে হবে। ওয়েটিং লিস্টে প্রথম ২০ জনের মধ্যে নাম থাকলে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি।

click me!

Recommended Stories