PMAY 2.0: প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেশজুড়ে ১ কোটি বাড়ি তৈরি হবে, আবেদন করার যোগ্যতা কী?

পশ্চিমবঙ্গ সরকার যখন আবাস যোজনার টাকা দেওয়া শুরু করার কথা ঘোষণা করেছে, তখন কেন্দ্রীয় সরকার নতুন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু করতে চলেছে।

Soumya Gangully | Published : Dec 20, 2024 2:25 PM
19
শহরাঞ্চলে গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলির জন্য চালু হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০

কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ অনুমোদন করেছে। ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ বছর চলবে এই প্রকল্পের কাজ। শহরাঞ্চলে গরিব ও মধ্যবিত্তদের জন্য ১ কোটি বাড়ি তৈরি করে দেওয়া হবে।

29
প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০-এর জন্য বরাদ্দ করা হয়েছে ১০ লক্ষ কোটি টাকা

প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পের আওতায় থাকা প্রতিটি বাড়ি তৈরির জন্য আড়াই লক্ষ টাকা পর্যন্ত দেবে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে বরাদ্দ ১০ লক্ষ কোটি টাকা।

39
কোন পরিবারগুলি প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে বাড়ি পাওয়ার যোগ্য?

আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, পারিবারিক আয় কম এমন পরিবার, মধ্যবিত্ত শ্রেণিভুক্ত পরিবার, শহরে থাকলেও পরিবারের কারও পাকা বাড়ি নেই এমন পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে বাড়ি কিনতে পারবে বা তৈরি করতে পারবে।

49
কোন পরিবারগুলি প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে বাড়ি পাওয়ার জন্য আবেদন করার যোগ্য নয়?

যদি কোনও পরিবার গত ২০ বছরের মধ্যে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনও আবাস প্রকল্পের সুবিধা পেয়ে থাকে, তাহলে সেই পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।

59
প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে আবেদনের জন্য আর্থিক মাপকাঠি কী?

যে পরিবারগুলির বার্ষিক আয় ৩ লক্ষ টাকা পর্যন্ত, সেই পরিবারগুলি আর্থিকভাবে পিছিয়ে থাকা অংশের মধ্যে পড়ছে। যে পরিবারগুলির বার্ষিক আয় ৩ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত, সেই পরিবারগুলি কম আয় শ্রেণিভুক্ত। যে পরিবারগুলির বার্ষিক আয় ৬ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত, সেই পরিবারগুলিকে মধ্যবিত্ত হিসেবে ধরা হচ্ছে।

69
প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে কোন পরিবারগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে?

প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে স্বামীহারা মহিলা, একা থাকা মহিলা, বিশেষভাবে সক্ষম ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, লিঙ্গ পরিবর্তনকারী, তফশিলী জাতি ও উপজাতি, সংখ্যালঘু, সমাজের পিছিয়ে থাকা অংশের মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে।

79
প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে কাদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে?

প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়ার ক্ষেত্রে সাফাইকর্মী, হকার, কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি, অঙ্গনওয়াড়ি কর্মী, নির্মাণশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি, ঝুপড়িতে থাকা ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হবে।

89
কীভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পের জন্য আবেদন করতে হবে?

প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে আবেদন করার জন্য সরকারি ওয়েবসাইট PMAY-U: https://pmay-urban.gov.in -এ যেতে হবে। এরপর Apply for PMAY-U 2.0-এ যেতে হবে। আবেদনের ফর্মে ঠিকানা, আয়ের প্রমাণপত্র, অন্যান্য তথ্য দিতে হবে। আধারের তথ্য দিতে হবে। তারপর ফর্ম সাবমিট করতে হবে।

99
প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে আবেদন করতে হলে কী কী নথি লাগবে?

প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে আবেদন করতে হলে আধারের সঙ্গে মোবাইল ফোন নাম্বার লিঙ্ক, আধারের সঙ্গে লিঙ্ক করা এবং চালু থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আয়ের প্রমাণপত্র, জাত সংক্রান্ত নথি, নিজের জমিতে বাড়ি তৈরি করতে চাইলে দলিল ও অন্যান্য নথি থাকতে হবে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos