মাস গেলে মোটা টাকা হাতে পাবেন সরকারি কর্মীরা! হাইকোর্টের রায়ে এবার চালু হবে সপ্তম বেতন কমিশন

Published : Nov 02, 2024, 04:52 PM IST

মাস গেলে মোটা টাকা হাতে পাবেন সরকারি কর্মীরা! হাইকোর্টের রায়ে এবার চালু হবে সপ্তম বেতন কমিশন

PREV
17

ইতিমধ্যেই খুশির খবর পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ফের ডিএ বেড়েছে সরকারি কর্মীদের।

27

পূর্বে ৫০ শতাংশ ডিএ পেলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশ।

37

এর মধ্যেই ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম পে কমিশনের খবর পাওয়া যাচ্ছে । তাই এবার সুখবর দিতে চলেছে রাজ্য সরকার।

47

দুই থেকে আড়াই বছরের মধ্যেই সপ্তম পে কমিশনের বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে জানা গিয়েছে।

57

শিঘ্রই সুখবর পেতে চলেছেন পাঞ্জাবের রাজ্য সরকারি কর্মীরা। ২০২৬-২০২৭ নাগাদ সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

67

কিন্তু এখনও পর্যন্ত সপ্তম পে কমিশনের কোনও নির্দিষ্ট দিনক্ষণ জানায়নি পাঞ্জাব সরকার।

77

তবে এই রাজ্যে কবে সপ্তম বেতন কমিশন কার্যকর হবে তার কোনও খবর পাওয়া যায়নি।

click me!

Recommended Stories