তৃণমূল কংগ্রেসকে ভোটে জেতাতে কত টাকা নিয়েছেন প্রশান্ত কিশোর? নিজেই ফাঁস করলেন বিহারের সভায়

নিজের তৈরি রাজনৈতিক দল থাকলেও ভোট কুশলী হিসেবেই তিনি ভারতে জনপ্রিয়। তিনি প্রশান্ত কিশোর বর্তমানে তাঁর পরামর্শেই গঠিত পাঁচ রাজ্যের সরকার। কিন্তু একএকটি সরকার গঠনের জন্য কত টাকা নেন? নিজের পারিশ্রমিক জানালেন প্রশান্ত কিশোর।

 

Saborni Mitra | Published : Nov 2, 2024 11:08 AM
110
প্রশান্ত কিশোর

ভোট কুশলী হিসেবেই দেশে জনপ্রিয়। নরেন্দ্র মোদীর ভোটের রণকৌশল ঠিক করেছিলেন একটা সময়। বর্তমানে বিজেপি-র সঙ্গে কিছুটা দূরত্ব বেড়েছে। তৈরি করেছেন নিজের রাজনৈতিক দল।

210
PK-র রাজনৈতিক দল

প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল জন সুরাজ। বর্তমানে বিহার বিধানসভা ভোটে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থানেই প্রশান্ত কিশোর নিজের রাজনৈতিক পরামর্শদাতার ভূমিকা নিয়ে মুখ খুললেন।

310
বিহারে ঘোষণা

নিজের তৈরি জন সুরাজ পার্টির একটি কর্মসূচিতেই পিকে ঘোষণা করেছেন তিনি একটি দলকে একেকবার নির্বাচনে জেতাতে ঠিক কত টাকা পারিশ্রমিক নেন।

410
কোন কোন রাজ্যে সরকার

প্রশান্ত কিশোরের পরামর্শ নিয়েই বিহারে বিজেপি-জে়ডিইউ জোট, পঞ্জাবে কংগ্রেস, অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেস, তামিলনাড়ুতে ও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছে।

510
২০২১ সালে পশ্চিমবঙ্গে পা

২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই প্রশান্ত কিশোরকে পরামর্শদাতা হিসেবে নিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ড্যামেজ কন্ট্রোল করে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল।

610
তারপরও সাফল্য অব্যাহত

তারপর পঞ্চায়েত ভোট, লোকসভা ভোট ও গত বিধানসভা ভোটেও তৃণমূলের জয়ের ধারা অব্যাহত ছিল ভোট কুশলী প্রশান্ত কিশোরের আইপ্যাক সংস্থার পরামর্শে।

710
কত টাকার বিনিময়ে

সম্প্রতি বিহারে নিজের দলের কর্মসূচিতে প্রশান্ত কিশোর রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে নিজের পারিশ্রমিকের কথা জানিয়ে দেন। তিনি বলেন এককটি দলের থেকে ১০০ কোটি বা তারও বেশি টাক পারিশ্রমিক নেন।

810
প্রশান্ত উবাচ

এখন অন্তত ১০টি রাজ্যের সরকার আমার পরামর্শের জোরের গঠিত হয়েছে। শুধু মাত্র একটি নির্বাচনে পরামর্শ দেওয়ার জন্য আমি ১০০ কোটি টাকা বা তার বেশি নিয়েছি।

910
তৃণমূলের থেকে পারিশ্রমিক

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর এক একটি নির্বাচনের জন্য ঘাসফুল শিবিরকেও ১০০ কোটি টাকা দিতে হয়েছে।

1010
বর্তমানে আইপ্যাক

প্রশান্ত কিশোর আগেই জানিয়েছিলেন তিনি আইপ্যাকের সঙ্গে যুক্ত থাকবেন না। তবে তাঁর তৈরি সংস্থা আইপ্যাক এখনও তৃণমূলের পরামর্শদাতা হিসেবে রয়েছে। প্রশ্ন তাদেরও কি দিতে হয় ১০০ কোটি টাকা?

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos