- Home
- West Bengal
- West Bengal News
- DA Case: 'বিজয়ের প্রাক মুহূর্ত'! মহার্ঘ ভাতা সুপ্রিম কোর্টে ওঠার আগেই আশাবাদী রাজ্যের সরকারি কর্মীরা
DA Case: 'বিজয়ের প্রাক মুহূর্ত'! মহার্ঘ ভাতা সুপ্রিম কোর্টে ওঠার আগেই আশাবাদী রাজ্যের সরকারি কর্মীরা
DA Case at Supreme Court: ২৫ মার্চ সুপ্রিম কোর্টে উঠতে পারে ডিএ বা মহার্ঘ ভাতা মামলা। এবার ডিএ মামলা নিয়ে যথেষ্ট আশাবাদী রাজ্যের সরকারি কর্মীরা।

সুপ্রিম কোর্টে ডিএ মামলা
রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা সুপ্রিম কোর্টে চলছে গত প্রায় আড়াই বছর। একাধিকবার শুনানি পিছিয়ে গেছে।
শেষ শুনানি জানুয়ারিতে
সুপ্রিম কোর্টে শেষবার ডিএ মামলার শুনানি হয়েছিল গত জানুয়ারি। মামলা ওঠার পরই বিচারপতিরা জানিয়ে দেন এই মামলা বিস্তারিত শোনার প্রয়োজন রয়েছে। তারপরই বন্ধ হয় শুনানি।
মার্চে ডিএ মামলা
সুপ্রিম কোর্টে চলতি মাসেই আবারও শুনানির জন্য উঠবে ডিএ মামলা। সূত্রের খবর ২৫ মার্চ উঠতে পারে শুনানির জন্য।
সরকারি কর্মীদের আশা
এবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে যথেষ্ট আশাবাদী রাজ্যের সরকারি কর্মীরা। কারণ গত আড়াই বছরে এই প্রথম সুপ্রিম কোর্টের অ্যাডভান্সড লিস্টে রয়েছে এই মামলা।
বেঞ্চ
সুপ্রিম কোর্টের কোন বেঞ্চে উঠবে ডিএ মামলা? তা এখনও জানান হয়নি।
সরকারি কর্মীদের আশা
বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের অপর একটি সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক মৃণ্ময় শ্রীমাণী বলেন, 'গত আড়াই বছরে এই প্রথম ডিএ মামলা সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে প্রথম ১০০-র মধ্যে উঠেছে (অ্যাডভান্স লিস্টে ৯৫ নম্বরে আছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা)।' এই বিষয়টাকেই তিনি বিজয়ের প্রাক-মুহূর্ত বলে চিহ্নিত করেছেন তিনি।
চার শতাংশ ডিএ বৃদ্ধি
যেদিন সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠবে, তার এক সপ্তাহ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে। বাজেটেই ঘোষণা করে দেওয়া হয়েছে যে ২০২৫ সালের ১ এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে।
১৮ শতাংশ হারে বৃদ্ধি
এবার ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধি পেলেই রাজ্যের সরকারি কর্মীদের ডিএ হবে ১৮ শতাংশ হারে।
রাজ্যের সরকারি কর্মীদের দাবি
রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রের হারে ডিএ-এর দাবিতে সরব ছিলেন। আইনি লড়াইয়ের পাশাপাশি তাঁরা আন্দোলনও করেছেন।
ডিএর দাবিতে মামলা
রাজ্যের সরকারি কর্মীরা ২০১৬ সাল থেকেই ডিএর দাবিতে আইনি লড়াই লড়ছেন। প্রথমে হাইকোর্টে মামলা ছিল। হাইকোটের ডিএ দেওয়ার দাবিকে মান্যতা দিলেই রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

