- Home
- West Bengal
- West Bengal News
- ৪ শতাংশ ডিএ বৃদ্ধির জন্য বড় পদক্ষেপ রাজ্যের সরকারি কর্মীদের, মমতাকে ঘিরে কাল কর্মসূচি
৪ শতাংশ ডিএ বৃদ্ধির জন্য বড় পদক্ষেপ রাজ্যের সরকারি কর্মীদের, মমতাকে ঘিরে কাল কর্মসূচি
রাজ্যের সরকারি কর্মীদের জন্য বাজেটেই ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার।
- FB
- TW
- Linkdin
)
ডিএ ঘোষণা
রাজ্যের সরকারি কর্মীদের জন্য বাজেটেই ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার।
ডিএ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
৪ শতাংশ ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। একাংশ যেমন ক্ষোভে ফুঁসছে অন্য অংশ তেমনই স্বাগত জানিয়েছে।
উপহার
রাজ্যের সরকারি কর্মীদের একাংশের কাছে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি একটি বড় উপহার। তাই তারা স্বাগত জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে
বড় কর্মসূচি
ডিএ ঘোষণার জন্যে রাজ্যের একাংশ সরকারি কর্মী সোমবার বড় কর্মসূচি নিয়েছে। রাজ্যের সর্বস্তরের সরকারি কর্মীদের একাংশ তাতে সামিল থাকবে বলেও সূত্রের খবর।
উদ্যোক্তা
এই ঘটনার উদ্যোক্তা তৃণমূল-ঘনিষ্ঠ সরকারি কর্মচারীদের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন।রাজ্যের সমস্ত জেলাশাসক কার্যালয়, মহকুমা ও ব্লক অফিস, কলকাতা-সহ জেলা সদর, সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট এবং আঞ্চলিক দফতরগুলির তৃণমূলের কর্মীরা থাকবেন।
কর্মসূচি
টিফিন টাইমে ছোট সভা, গেট মিটিং ও মিছিলের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর কর্মসূচি করা হবে। ইতিমধ্যেই সংগঠনের চেয়ারম্যান মানস ভুঁইয়া এবং আহ্বায়ক প্রতাপ নায়েক এই কর্মসূচির বিষয়ে রাজ্যের বিভিন্ন দফতরে নির্দেশ পাঠিয়েছেন। পরবর্তীতে গোটা রাজ্য জুড়ে আরও কর্মসূচি নেওয়া হবে।
ডিএ নিয়ে ক্ষোভ
রাজ্য সরকারি কর্মীদের অন্য অংশ ডিএ নিয়ে ক্ষোভ রয়েছে। তারা কেন্দ্রের হারে ডিএ -র দাবিতে অনড় রয়েছে।
সমালোচনা
তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ করে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন,রকারি কর্মচারী সংগঠনের কর্তব্য হল সরকারি কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত করা। এদিকে তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশন উল্টে রাজ্য সরকারের পদলেহন করে রাজনৈতিক সংগঠনের মতো কাজ করছে।
প্রতিবাদ কর্মসূচি
তিনি আরও বলেছেন আগামী ১৮-১৯ তারিখে রাজ্যের সরকারি অফিসে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
কেন্দ্র - রাজ্য ডিএ ফারাক
বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে রয়েছে। কেন্দ্র সরকারি কর্মীরা অষ্টম বেতন কমিশনের অধীনে ৫৩ শতাংশ হারে ডিএ পান। আর রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১৮ শতাংশ হারে ডিএ পান।