এপ্রিলে হবে পদোন্নতি, পেট্রোল-বাড়ি ভাড়া বাবদ মিলবে মোটা টাকা, দারুণ খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য

এপ্রিল মাস থেকে রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হতে চলেছে। সপ্তম বেতন কমিশন অনুসারে বেতন ও ২০১৬ সাল থেকে আটকে থাকা পদোন্নতিও দেওয়া হবে। এর ফলে কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা।
Sayanita Chakraborty | Published : Apr 4, 2025 7:30 AM
110

ফের খবরে রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির খবর। এবার এপ্রিলে কপাল খুলল কর্মীদের।

210

সদ্য প্রকাশ্যে এল বেতন বৃদ্ধি থেকে পদোন্নতি সংক্রান্ত খবর। যা হবে এই এপ্রিল মাসেই

410

এবার ফের সুখবর এল রাজ্য সরকারি কর্মীদের জন্য। এপ্রিল মাসে কপাল খুলল সকল রাজ্য সরকারি কর্মীদের।

510

রাজ্যের মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, এই এপ্রিল থেকে রাজ্যের সমস্ত কর্মীরা সপ্তম বেতন কমিশন অনুসারে মাইনে পাবেন।

610

২০১৬ সাল থেকে অনেকের পদোন্নতি (Promotion) দেওয়া হয়নি। এবার তারা প্রমোশন পেতে চলেছে।

710

১ এপ্রিল থেকে সপ্তম পে কমিশন (Pay Commission) অনুসারে মহার্ঘ্য ভাতাও পাবেন কর্মীরা। এই সব নিয়ে খুশির হাওয়া কর্মী মহলে

810

তেমনই এখন পেট্রোল-ডিজেল, বাড়ি ভাড়া ইত্যাদি খরচের টাকা মিলবে।

910

সব মিলিয়ে এপ্রিল মাসে মালামাল হতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা।

1010

তবে, এমন সৌভাগ্য মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মীদের। চলতি মাস থেকে একদিকে যেমন বেতন বৃদ্ধি হবে তেমনই যাদের প্রমোশন আটকে আছে তারা প্রমোশন পেতে চলেছেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos