Metro Rail: যাত্রীদের জন্য নয়া উদ্যোগ মেট্রো কর্তৃপক্ষর, ৪০০ টাকার বিনিময় চালু দুর্দান্ত পরিষেবা

Published : Apr 03, 2025, 08:30 PM IST

Metro News: অনেক রাতে বা স্টেশনে নেমে বাইরে গিয়ে হোটেল খোঁজার ঝঞ্ঝাট যে যাত্রীর এড়াতে চান তাদের জন্যই পড হোটেল পরিষেবা চালু করা হচ্ছে। 

PREV
110
দুর্দান্ত পদক্ষেপ মেট্রোর

এবার দুর্দান্ত পদক্ষেপ করল মেট্রো কর্তৃপক্ষ। দিনভর ধকলের পর একটু জিরিয়ে নেওয়ার ব্যবস্থা করে দিল যাত্রীদের।

210
দিন-রাত পরিষেবা

দিন বা রাত- আর কোনও চিন্তা নেই। একটু জিরিয়ে নেওয়ার জন্য আর হন্য হয়ে ঘুরতে হবে না। যখনই চাইবেন হাতের কাছেই পাবেন পরিষেবা।

310
উদ্যোক্তা

এই পরিষেবার উদ্যোক্তা দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। দিল্লি মেট্রোর কয়েকটি স্টেশনে চালু করা হয়েছে এই পরিষেবা।

410
যাত্রী স্বাচ্ছন্দ্য

অনেক রাতে বা স্টেশনে নেমে বাইরে গিয়ে হোটেল খোঁজার ঝঞ্ঝাট যে যাত্রীর এড়াতে চান তাদের জন্যই পড হোটেল পরিষেবা চালু করা হচ্ছে।

510
সুবিধে

পরিচ্ছন্ন বিছানা, ওয়াইফাই পরিষেবা থাকছে। যাত্রীদের বিনোদনেরও ব্যবস্থা করা হচ্ছে। মালপত্র রাখার জন্য লকারের ব্যবস্থা থাকছে আর থাকছে পরিচ্ছন্ন স্নানাগার।

610
স্টেশন

প্রথমে এই সুবিধে শুধুমাত্র পাওয়া যাবে নয়াদিল্লি মেট্রো স্টেশনে। এই স্টেশন গুরুত্বপূর্ণ। হলুদ লাইন আর এয়ারপোর্ট লাইনের যাত্রীদের আসতে হয়। এখানে যাত্রী সংখ্যাও বেশি।

710
পড হোটেল

এক জনের থাকার মত বিছানা। ভারতীয় রেল একাধিক স্টেসনে এই পরিষেবা চালু করেছে। রয়েছে পড রিটায়ারিং রুম। মুম্বই সেন্ট্রালরেলওয়ে স্টেশনে রয়েছে। তবে মেট্রোর মধ্যে প্রথম চালু হচ্ছে দিল্লিতে।

810
খরচ

পড হোটেলে মাত্রে এক রাতের ভাড়া দিল্লি মেট্রো কর্তৃপক্ষ ধার্য করেছে ৪০০ টাকা।

910
পর্যটকদের সুবিধে

পড হোটেলে থাকলে পর্যটকরা দিল্লির একাধিক স্থান মেট্রো রেলে চড়ে সহজেই ঘুরে দেখতে পারবেন। স্থানগুলি হল-লালকেল্লা, জামা মসজিদ, কুতুব মিনার, নেহরু প্যালেস. লোটাস টেম্পল, ইন্ডিয়া গেট রাষ্ট্রপতি ভবন।

1010
কবে চালু হচ্ছে কলকাতায়?

দেশে বিদেশের পর্যটকদের কাছে কলকাতাও একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। কিন্তু এই রাজ্যে কবে চালু হবে এই পরিষেবা? উত্তর দেয়নি মেট্রো কর্তৃপক্ষ। তবে আশা করা হচ্ছে দিল্লিতে যদি সফর হয় পরিষেবা তবে চালু হতে পারে এই রাজ্যেও। 

Read more Photos on
click me!

Recommended Stories