DA News: ডিএ আর মূল বেতন এবার মিলেমিশে যাবে? সরকারি কর্মীদের জন্য রইল বড় খবর

কেন্দ্রীয় সরকারী কর্মীদের ডিয়ারনেস অ্যালোয়েন্স বা মহার্ঘ ভাতা ৫৩ শতাংশ হয়েছে। তারপর থেকেই জল্পন এবার কি ডিএ একত্রিত হবে মূল বেতনের সঙ্গে।

 

Saborni Mitra | Published : Nov 9, 2024 10:56 PM / Updated: Nov 10 2024, 09:39 AM IST
110
মহার্ঘ ভাতা (DA) নিয়ে জল্পনা

মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে ৩ শতাংশ। তারপরই ডিএ আব মূল বেতন একত্রিত হওয়া নিয়ে জল্পনা শুরু।

210
সরকারি কর্মীদের ডিএ ৫৩ শতাংশ

কেন্দ্রীয় সরকার ২০২৪ সলের জুলাই-ডিসেম্বরের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছেন। সংশোধি ডিএ ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। যার কারণে ডিএ বর্তমানে ৫৩ শতাংশে ঠেকেছে।

আরও পড়ুনঃ

Lakshmi Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি পড়ল? বাড়িতে বসে এভবেই দেখে নিন যাবতীয় তথ্য

310
মূল বেতনের সঙ্গে একীকণ

তারপর থেকে ডিএ আর মূল বেতন এককীকর হতে পারে বলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে গুঞ্জন। কারণ এর আগে এই ঘটনা ঘটেছিল।

আরও পড়ুনঃ

৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি! মোদী সরকারের এই যোজনার সুবিধে পেতে কী কী করতে হবে দেখুন

410
স্মৃতিতে ২০০৪ সালে

২০০৪ সালে ৫০ শতাংশ থ্রেশহোল্ডে পৌঁছানোর পরে মূল বেতনের সঙ্গে ডিএ একত্রিত করা হয়েছিল। তাই এবারও সেই জল্পনা শুরু হয়েছে।

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির পর আরও সুখবর! চলতি মাসেই হতে পারে অষ্টম বেতন কমিশনের বৈঠক

510
বর্তমানে ৫৩ শতাংশের কোটা পার

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA (মহার্ঘ ভাতা ) এবং DR (মহার্ঘ ত্রাণ) ৫৩ শতংশ ছাড়িয়ে গেছে। তাই বেতনের সঙ্গে তা জুড়ে যাবে কিনা তাই নিয়ে আলোচনা চলছে।

610
কেন্দ্রীয় সরকারের বার্তা

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কিছুই জনান হয়নি। সূত্রের খবর কেন্দ্রীয় সরকার ডিএ আর মৌলিক বেতন মেলাতে নারাজ।

710
সূত্রের খবর

ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার মতে, ৫ম বেতন কমিশনের সময় মহার্ঘ ভাতা মৌলিক বেতনের সঙ্গে একীভূত করা হয়েছিল যখন পূর্বের বেতন কমিশন দ্বারা ব্যবহৃত সূচকের তুলনায় ভোক্তা মূল্য সূচক ৫০ শতাংশ বৃদ্ধি পায়।

810
বিশেষজ্ঞদের মত

আগে মৌলিক বেতনের সঙ্গে ডিএ এক করার কারণ ছিল মজুরি কঠামো সহজ করার জন্য। অনির্দিষ্টকাল ডিএ বৃদ্ধি এড়াতে তা করা হয়েছিল।

910
৭ বেতন কমিশন

এক বিশেষজ্ঞের কথায় ৭ম বেতন কমিশনে এমন কোনও সুপারিশ গ্রহণ করা হয়নি। তাই এক করা হবে না।

1010
ডিএ কবে বাড়বে

কেন্দ্রীয় সরকার বছরে দুইবার ডিএ দেয়। জানুয়ারি ও জুলাই মাসে তা কার্যকর হয়। কেন্দ্রীয় সরকারী কর্মীরা তাদের এপ্রিল এবং অক্টোবরের বেতন দুই থেকে তিন মাসের বকেয়া সহ পেয়ে থাকেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos