DA News: ডিএ আর মূল বেতন এবার মিলেমিশে যাবে? সরকারি কর্মীদের জন্য রইল বড় খবর
কেন্দ্রীয় সরকারী কর্মীদের ডিয়ারনেস অ্যালোয়েন্স বা মহার্ঘ ভাতা ৫৩ শতাংশ হয়েছে। তারপর থেকেই জল্পন এবার কি ডিএ একত্রিত হবে মূল বেতনের সঙ্গে।
Saborni Mitra | Published : Nov 9, 2024 10:56 PM / Updated: Nov 10 2024, 09:39 AM IST
মহার্ঘ ভাতা (DA) নিয়ে জল্পনা
মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে ৩ শতাংশ। তারপরই ডিএ আব মূল বেতন একত্রিত হওয়া নিয়ে জল্পনা শুরু।
সরকারি কর্মীদের ডিএ ৫৩ শতাংশ
কেন্দ্রীয় সরকার ২০২৪ সলের জুলাই-ডিসেম্বরের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছেন। সংশোধি ডিএ ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। যার কারণে ডিএ বর্তমানে ৫৩ শতাংশে ঠেকেছে।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA (মহার্ঘ ভাতা ) এবং DR (মহার্ঘ ত্রাণ) ৫৩ শতংশ ছাড়িয়ে গেছে। তাই বেতনের সঙ্গে তা জুড়ে যাবে কিনা তাই নিয়ে আলোচনা চলছে।
কেন্দ্রীয় সরকারের বার্তা
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কিছুই জনান হয়নি। সূত্রের খবর কেন্দ্রীয় সরকার ডিএ আর মৌলিক বেতন মেলাতে নারাজ।
সূত্রের খবর
ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার মতে, ৫ম বেতন কমিশনের সময় মহার্ঘ ভাতা মৌলিক বেতনের সঙ্গে একীভূত করা হয়েছিল যখন পূর্বের বেতন কমিশন দ্বারা ব্যবহৃত সূচকের তুলনায় ভোক্তা মূল্য সূচক ৫০ শতাংশ বৃদ্ধি পায়।
বিশেষজ্ঞদের মত
আগে মৌলিক বেতনের সঙ্গে ডিএ এক করার কারণ ছিল মজুরি কঠামো সহজ করার জন্য। অনির্দিষ্টকাল ডিএ বৃদ্ধি এড়াতে তা করা হয়েছিল।
৭ বেতন কমিশন
এক বিশেষজ্ঞের কথায় ৭ম বেতন কমিশনে এমন কোনও সুপারিশ গ্রহণ করা হয়নি। তাই এক করা হবে না।
ডিএ কবে বাড়বে
কেন্দ্রীয় সরকার বছরে দুইবার ডিএ দেয়। জানুয়ারি ও জুলাই মাসে তা কার্যকর হয়। কেন্দ্রীয় সরকারী কর্মীরা তাদের এপ্রিল এবং অক্টোবরের বেতন দুই থেকে তিন মাসের বকেয়া সহ পেয়ে থাকেন।