কিছুতেই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে না রাজ্য, এবার দুর্দান্ত পদক্ষেপ কর্মীদের! মাথায় হাত সরকারের

দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি কেটে যাবে বছরের পর বছরও। তবু রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করার নামগন্ধ করছে না রাজ্য সরকার। রীতিমত ক্ষোভ জমে উঠছে কর্মী মহলে। এবার বিরাট পদক্ষেপ নিলেন রাজ্য সরকারি কর্মীরা। চাপে সরকার?

Parna Sengupta | Published : Nov 8, 2024 6:22 PM
112

বছরের শুরু থেকেই একের পর এক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সম্প্রতি ফের এক দফায় মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র।

212

এবারে তিন শতাংশ বৃদ্ধি পেয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা পৌঁছেছে ৫৩ শতাংশে।

312

ওদিকে কেন্দ্র দফায় দফায় ডিএ বাড়ালেও এখনও হাত-পা গুটিয়ে বসে রয়েছে রাজ্য সরকার।

412

কবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হবে এই নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে।

512

উৎসবের আবহে ফের ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র। এই আবহে রাজ্য সরকারি কর্মীরাও ডিএ বৃদ্ধির দাবি তুলে সরব হয়েছেন।

612

এই মর্মে রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের সভাপতি অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের সঙ্গে দেখা করে এই বিষয়ে কথা বলেছেন।

712

এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ডিএ বৃদ্ধির দাবি জানিয়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা। এবারেও কি সেই পথেই হাঁটতে চলেছেন তারা?

812

প্রসঙ্গত, লোকসভা ভোটের আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্র সরকার। সেই সময় ৪% হারে ডিএ (DA) বৃদ্ধি করায় ৫০ শতাংশে পৌঁছয় মহার্ঘ ভাতা।

912

এদিকে সম্প্রতি আরও তিন শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। ২০২৪ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং পেনশনভগীদের ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি করা হয়েছে।

1012

আবার একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই অষ্টম পে কমিশন আসতে চলছে। চলতি মাসেই অষ্টম পে কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে দাবি করা হচ্ছে।

1112

জানা যাচ্ছে নভেম্বরে বসবে জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি বৈঠক। এই কমিটিতে কেন্দ্রীয় কর্মী এবং সরকারের প্রতিনিধিত্ব থাকে। সেখানে নয়া পে কমিশন নিয়ে কথা হতে পারে। সকলে ঐকমত্য হলে আগামী বছর বাজেটেই অষ্টম বেতন কমিশন গঠন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

1212

কিন্তু কর্ণাটকের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ক্রমশ ক্ষোভ বাড়ছে, এবার দেখার তাদের নেওয়া পদক্ষেপে কতটা কাজ হয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos