Delhi Red Fort Blast Update: ভরসন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী দিল্লির লালকেল্লা চত্বর। একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বাড়ছে মৃতের সংখ্যা। জানুন আরও বিশদে…
সোমবার বিকেলের ব্যস্তসময়ে পরপর তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী দিল্লির লালকেল্লা চত্বর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্য়া অন্তত আটজন। বাড়তে পারে হতাহতের পরিমাণ। আহত ২৪ জন। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটল? সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত দিল্লি পুলিশ, প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা ও দমকল বাহিনী। চলছে জোরকদমে উদ্ধার কাজ।
25
দেশের সব বড় শহরে জারি হাই অ্যালার্ট
সোমবার সন্ধ্যায় রাজধানী দিল্লির লালকেল্লা চত্বরে দাঁড়িয়ে থাকা পরপর তিনটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ২৬/১১-র হামলার কথা স্মরণ করে দেশের সব বড় শহরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। চরম সতর্কতা জারি করা হয়েছে কলকাতা-মুম্বই শহরে। ঘটনাস্থলে উপস্থিত দমকলের একাধিক ইঞ্জিন। পৌঁছে গিয়েছে ফরেন্সিক টিম, দিল্লি পুলিশ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।
35
উত্তরপ্রদেশে জারি লাল সতর্কতা
রাজধানী দিল্লির পাশাপাশি বিস্ফোরণের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশেও। চলছে নাকা চেকিং। সতর্কবার্তা পুলিশ প্রশাসনের।
বছর শেষের আগে রাজধানীতে জঙ্গি হামলা? পরপর বিস্ফোরণে উড়ল একাধিক গাড়ি। ঘটনার নেপথ্যে কারা? সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
55
লালকেল্লা চত্বরে ভয়ঙ্কর বিস্ফোরণ
সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিল্লি ফায়ার ডিপার্টমেন্টের মতে, বিস্ফোরণের কারণে আশেপাশের তিন-চারটি গাড়িতে আগুন লেগে যায় এবং সেগুলি ক্ষতিগ্রস্ত হয়। দমকল ও পুলিশ দল ঘটনাস্থলে ছুটে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।