DA Hike: দোলের আগেই মিলবে সুখবর, ফের বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ, বাড়বে কত শতাংশ?

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ আবার বাড়তে চলেছে। অষ্টম পে কমিশনের আগে দোলের মধ্যেই এই ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে। ডিএ ৩-৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে, যার ফলে বেতন ও পেনশন দুই-ই বাড়বে।
Sayanita Chakraborty | Published : Feb 4, 2025 9:19 AM
110

ফের ডিএ নিয়ে খবরে এল কেন্দ্রীয় সরকারি কর্মীরা। জানুয়ারি থেকে মিলছে বাড়তি বেতন।

210

এবার ফের বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ। অষ্টম পে কমিশনের আগে ফের বাড়বে ডিএ।

310

জানা যাচ্ছে, দোলের আগেই হবে ঘোষণা। ফের বাড়বে ডিএ।

410

আবার ৩ থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পেতে পারে বলে খবর।

510

৭ তম বেতন কমিশন অনুসারে, জানুয়ারি এবং জুলাই মাসে বছরে দু বার করে ডিএ এবং ডিআর বৃদ্ধি হয়।

610

এর ফলে বেতন যেমন বৃদ্ধি পায় তেমনই বাড়ে পেনশনও। এবার ফের বাড়বে বেতন।

710

হোলির মধ্যে আবার ঘোষণা হবে ডিএ-র। এই ডিএ বৃদ্ধি পায় AICPI সূচকের ওপর নির্ভর করে।

810

ডিসেম্বরের পরিসংখ্যান এখনও প্রকাশ পায়নি। আশা করা যাচ্ছে, হোলির মধ্যে ডিএ ৫৩ শতাংশ থেকে বেড়ে ৫৬ বা ৫৭ শতাংশ হতে পারে।

910

এখন প্রশ্ন হল ডিএ বৃদ্ধি পেলে কত টাকা বেতম বাড়বে কর্মীদের? হিসেব বলছে ১৮০০০ টাকা বেসিক বলে যদি ৩ শতাংশ ডিএ বাড়ে তাহলে মাসে ৫৪০ টাকা বৃদ্ধি পাবে বেতন।

1010

যাদের বেতন ২.৫০ লক্ষ টাকা। তাদের ডিএ বেতন আরও ৭৫০০ টাকা বাড়বে। তেমনই পেনশন ২৭০ টাকা থেকে ৩৭৫০ টাকা বৃদ্ধি পাবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos