8th Pay Commission: অষ্টম পে কমিশন নিয়ে বিরাট ঘোষণার পথে কেন্দ্র, মে মাসে নয়া সিদ্ধান্ত নেবে মোদী সরকারের

Published : Apr 26, 2025, 10:38 AM IST

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন নিয়ে মে মাসে বড় ঘোষণার সম্ভাবনা। বেতন বৃদ্ধি, ডিএ, বাড়ি ভাড়া, এইচআরএ-তেও প্রভাব পড়বে। আগামী ২-৩ সপ্তাহের মধ্যে প্যানেল গঠনের ঘোষণা প্রকাশিত হতে পারে।

PREV
110

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। মে মাসেই অষ্টম পে কমিশন নিয়ে বিরাট ঘোষণা হতে চলেছে।

210

বাজেটের সময় অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সে সময় থেকে চলছে দীর্ঘ জল্পনা।

310

অনেকেই অনুমান করছেন প্রায় তিগুণের কাছে বেতন বাড়বে সরকারি কর্মীদের। তেমনই বাড়বে পেনশনও। তবে আপাতত মেলেনি নিশ্চিত খবর।

410

এবার অষ্টম পে কমিশন নিয়ে প্রকাশ্যে এল এক বড় আপডেট।

510

অষ্টম পে কমিশন গঠত হলে শুধু বেতন বৃদ্ধি নয়। সঙ্গে ডিএ, বাড়ি ভাড়া, এইচআরএ-তেও প্রভাব পড়বে।

610

তবে, বেতন কমিশন গঠন হওয়ার আগে গঠিত হবে প্যানেল। তাদের রিপোর্টের ওপর ভিত্তি করে বাড়ে বেতন। এবার অষ্টম পে কমিশনের সেই প্যানেল নিয়ে সামনে এল বিরাট তথ্য।

710

আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে টিওআর ঘোষণা করা হবে এবং প্যানেলের চেয়ারম্যান ও সদস্যের নামও ঘোষণা করা হবে।

810

এই প্যানেল গঠিত হলে অষ্টম পে কমিশন লাগু হওয়ার পথ আরও পরিষ্কার হবে। এই কমিশনের রিপোর্টের ওপর ভিত্তি করে বাড়বে বেতন।

910

যেহেতু রিপোর্টটি ২০২৬ সালের মাঝামঝি সময়ে প্রকাশিত হবে তাই বেতন ও পেনশন সংশোধন ১ জানুয়ারি ২০২৬ থেকে পূর্ববর্তী সময়ের মধ্যে করা উচিত বলে মনে করছে সকলে।

1010

একজন কর্মরর্তা বলেন, অষ্টম পে কমিশন জন্য নিয়োগের যথেষ্ট অগ্রগতি হয়েছে। আগামী ২-৩ সপ্তাহের মধ্যে এগুলো অবহিত করা হবে।

click me!

Recommended Stories