- Home
- India News
- 8th Pay Commission: ১ জানুয়ারি ২০২৬ থেকে বাড়ছে না বেতন! অষ্টম বেতন কমিশন নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
8th Pay Commission: ১ জানুয়ারি ২০২৬ থেকে বাড়ছে না বেতন! অষ্টম বেতন কমিশন নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
অষ্টম বেতন কমিশন নিয়ে নতুন আপডেটে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খারাপ খবর। বেতন কমিশনের কার্যকরের দিন পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে।

অষ্টম বেতন কমিশ (8th Pay Commission) নিয়ে প্রকাশ্যে এল বিরাট আপডেট। আপনি যজি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন, তাহলে আপনার জন্য রইল খারাপ খবর।
অষ্টম বেতন কমিশন ঘোষণা হওয়া পর থেকে ক্রমে আশা বাড়ছে কর্মীদের মনে। বেতন (Salary) বৃদ্ধি নিয়ে নানান খবর এসেছে প্রকাশ্যে।
জানা গিয়েছিল, ১ জানুয়ারি ২০২৬ সাল থেকে কার্যকর হবে এই অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। ১ জানুয়ারি থেকে মিলবে অধিক বেতন।
এবার এল খারাপ খবর, শোনা যাচ্ছে পিছিয়ে গিয়েছে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কার্যকর হওয়ার দিন।
এখনও পর্যন্ত অষ্টম বেতন কমিশনের চেয়ারম্য়ান, দুই সদস্য এমনকী একজন সচিব পর্যারে কর্মকর্তা এখনও নিযুক্ত করা হয়নি।
তাই ১ জানুয়ারির আগে এই কমিশন (Commission) রিপোর্ট জমা দিতে পারবে বলে আশা করছেন না কেউই। আর রিপোর্ট সঠিক সময় জমা না পড়লে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়া সম্ভব নয়।
অর্থ মন্ত্রকের বযয় সচিব মনোজ গোয়েল জানিয়েছিলেন, যদি ২০২৫ সালের মার্চ মাসে কমিশন গঠন করা হয়, তাহলে ২০২৬ সালের মার্চের মধ্যে রিপোর্ট আসার সম্ভাবনা আছে। এতে এক বছর সময় লাগতে পারে।
সেই নিরিখে অধিকাংশের অনুমান, ২০২৬ সালের ১ জানুয়ারি অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কার্যকর হওয়া কঠিন।
অর্থাৎ বাড়তি বেতন ঠিক কবে অ্যাকাউন্টে (Account) ঢুকবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সব মিলিয়ে খারাপ খবর কেন্দ্রীয় কর্মদের জন্য। পিছিয়ে যেতে পারে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কার্যকরের দিন।

