এভাবে বাড়তে পারে সরকারি কর্মীদের বেতন, জানুন মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা যুক্ত হলে কী কী প্রভাব পড়বে

Published : Jun 19, 2025, 07:51 PM IST

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে জল্পনা ক্রমশই বাড়ছে। অষ্টম বেতন কমিশন লাগু হলেও এখন স্পষ্ট নয় এটি কবে থেকে কার্যকর হবে। 

PREV
111
অষ্টম বেতন কমিশন

অষ্টম বেতন কমিশন নিয়ে জল্পনা ক্রমশই বাড়ছে। অষ্টম বেতন কমিশন লাগু হলেও এখন স্পষ্ট নয় এটি কবে থেকে কার্যকর হবে।

211
অনুমান

কেন্দ্রীয় সরকারি কর্মীদের অনুমান অষ্টম বেতন কমিশন কার্যকর হবে আগামী বছর জানুয়ারি মাস থেকে। কিন্তু অনেকেই মনে করছেন এটি কার্যকর হতে কিছুটা দেরি হবে।

311
ডিএ নিয়ে আলোচনা

অষ্টম বেতন কমিশন লাগু হওয়ার পর থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীগের মহার্ঘ ভাতা বা ডিএ কী হবে তাই নিয়ে আলোচনা শুরু হয়েছে।

411
বর্তমান ডিএ

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পান। তাদের মূল বেতনের ৫০ শতাংশ ডিএ হয়েছে।

511
নিয়ম

নিয়ম অনুযায়ী ডিএ ৫০ শতাংশে পৌঁছালে তা মূল বেতনের সঙ্গে মিশে যাওয়ার কথা। পঞ্চম বেতন কমিশনেও সেই নিয়ম অনুসরণ করা হয়েছিল।

611
ষষ্ঠ ও সপ্তম বেতন কমিশন

কিন্তু ষষ্ঠ ও সপ্তম বেতন কমিশনে সেই সংযুক্তিকরণ হয়নি। তাই অষ্টম বেতন কমিশনে কী হবে তাই নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে জল্পনা শুরু হয়েছে।

711
কেন্দ্রীয় সরকারি কর্মীদের দাবি

কেন্দ্রীয় সরকারি কর্মীরা দীর্ঘ দিন ধরেই ডিএ মূল বেতনের সঙ্গে সংস্যুক্ত করার দাবি জানিয়েছিলেন। তাদের দাবি এতে তাদের বেতন কাঠামো আরও স্থিতিশীল হবে।

811
প্রভাব

ডিএ আর মূল বেতন যুক্ত হয়ে গেলে সরাসরি প্রভাব পড়বে পেনশন ও গ্র্যাচুইটির ওপর। মূল বেতন বাড়লে দুই ক্ষেত্রে কর্মীরাও সুবিধে পাবেন।

911
সরকারের অবস্থান

যদিও মোদী সরকার এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

1011
ডিএ আর মূল বেতন জুড়লে কী কী সুবিধে?

ডিএ আর মূল বেতন জুড়লে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনের অঙ্ক অনেকটাই বাড়বে। ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর প্রভাব পড়বে। পেনশন ও গ্র্যাচুইটি বাড়ার ফলে অবসরকালীন সুবিধে অর্থাৎ পেনশন ও গ্র্যাচুইটির পরিমাণ অনেকটাই বাড়ূবে।

1111
অপেক্ষায় সরকারি কর্মীরা

অষ্টম বেতন কমিশন এবং মহার্ঘ ভাতার সংযুক্তিকরণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আগামী দিনে এই বিষয়ে সরকারের সিদ্ধান্ত কী হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

Read more Photos on
click me!

Recommended Stories